1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
রোনালদোর জোড়া গোলেও জয়হীন পর্তুগাল - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০১:১৫ অপরাহ্ন

রোনালদোর জোড়া গোলেও জয়হীন পর্তুগাল

খেলাধুলা ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৩২ বার দেখা হয়েছে

খেলাধুলা ডেস্ক || ক্রিস্টিয়ানো রোনালদো যেন সময়কে হার মানিয়েই খেলছেন। ৪০ বছর বয়সেও গোলের পর গোল করে চলেছেন তিনি। মঙ্গলবার দিবাগত রাতে জোসে আলভালাদে স্টেডিয়ামে হাঙ্গেরির বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে তার জোড়া গোলেও জয়ের দেখা পেল না পর্তুগাল। ম্যাচটি শেষ হয়েছে উত্তেজনাপূর্ণ ২-২ ড্রয়ে।

ম্যাচের শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের জন্য। মাত্র অষ্টম মিনিটেই দুর্দান্ত এক পাসে দোমিনিক সোবোসলাইয়ের তৈরি করা সুযোগে আতিলা সালাই গোল করে হাঙ্গেরিকে এগিয়ে দেন। কিন্তু বেশি সময় লাগেনি রোনালদোর জবাব দিতে। ২২তম মিনিটে নেলসন সেমেদোর নিখুঁত পাস থেকে জালের দেখা পান পর্তুগিজ অধিনায়ক।

প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে আবারও আলো ছড়ান সিআরসেভেন। প্রথমার্ধের যোগ করা (৪৫+৩) সময়ে নুনো মেন্ডেসের বাঁ দিক থেকে তোলা ক্রস ধরে প্রথম ছোঁয়াতেই গোলটি করেন রোনালদো। নিখুঁত সময়জ্ঞান আর অসাধারণ ফিনিশিংয়ে যেন আবারও প্রমাণ করলেন, বয়স তাকে ছুঁতে পারেনি। স্টেডিয়ামজুড়ে তখন শুধুই এক নাম- “রোনালদো! রোনালদো!”

বিরতির পরেও ম্যাচের গতি একটুও কমেনি। জোয়াও ফেলিক্স ও ব্রুনো ফার্নান্দেজের আক্রমণে বাড়তি গোলের খোঁজে ছিল পর্তুগাল, কিন্তু সুযোগগুলো কাজে লাগাতে পারেননি তারা। অন্যদিকে, হাঙ্গেরি ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে।

অবশেষে যোগ করা সময়ে (৯০+১ মিনিটে) সোবোসলাইয়ের দুর্দান্ত শটে সমতা ফেরায় হাঙ্গেরি। ২–২ স্কোরলাইনে শেষ হয় নাটকীয় লড়াই।

৭৮তম মিনিটে গনসালো রামোসকে নামিয়ে রোনালদোকে তুলে নেওয়া হয়। কিন্তু তাতেও ফল বদলায়নি। শেষ মুহূর্ত পর্যন্ত হাঙ্গেরি চাপ ধরে রাখে। পুরো ম্যাচ জুড়ে কার্ড, ট্যাকল আর লড়াইয়ে ভরপুর ছিল মিডফিল্ড। যা গ্রুপ ‘এফে’ এর প্রতিদ্বন্দ্বিতাকে আরও তীব্র করেছে।

ড্র হলেও ম্যাচে রোনালদো লিখে গেছেন নতুন অধ্যায়। এই জোড়া গোলের সঙ্গে তার বিশ্বকাপ বাছাইপর্বে গোল সংখ্যা দাঁড়াল ৪১, আর পেশাদার ক্যারিয়ারের গোল সংখ্যা বেড়ে হলো ৯৪৮। দুটিই বিশ্বরেকর্ড।

তবে ম্যাচটি আবারও দেখিয়ে দিল, পর্তুগাল এখনো তাদের অধিনায়কের ওপর নির্ভরশীল। ডিফেন্সে ভুলভ্রান্তি না থাকলে হয়তো তিন পয়েন্টটাই পেত সেলেসাওরা।

এই ড্রয়ের পরও পর্তুগাল আছে গ্রুপের শীর্ষে। তবে রক্ষণভাগের দুর্বলতা নিয়ে তাদের ভাবতে হবে। রোনালদো যেমন নেতৃত্ব ও পারফরম্যান্সে অটুট, তেমনি দলটিকে এখন আরও ঐক্যবদ্ধ হতে হবে ২০২৬ বিশ্বকাপের সরাসরি টিকিট নিশ্চিত করতে।

পর্তুগালের পরবর্তী লক্ষ্য এখন গ্রুপের শীর্ষস্থান ধরে রাখা এবং ডিফেন্সের ঘাটতি পূরণ করা। আর রোনালদো? তিনি তো ইতিহাস লিখেই চলেছেন- মাঠে যেমন, মাঠের বাইরেও তেমনি কিংবদন্তি হয়ে উঠছেন প্রতিদিন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT