বিনোদন ডেস্ক || ঢালিউডের চেনা দৃশ্য—নায়কেরা একসঙ্গে খলনায়ককে ধরে ফেলেছে! ঠিক তেমনই এক দৃশ্য দেখা গেল এবার যুক্তরাষ্ট্রে। তবে এটি কোনো সিনেমার শুটিং নয়, বরং বাস্তবের এক হাস্যরসাত্মক মুহূর্ত।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, খ্যাতনামা খল অভিনেতা আহমেদ শরীফকে চারদিক থেকে ঘিরে রেখেছেন চার জনপ্রিয় চিত্রনায়ক—আমিন খান, জায়েদ খান, আলেকজান্ডার বো ও মামুনুন ইমন। ছবি বলছে, সিনেমার ক্লাইম্যাক্স দৃশ্য, যেখানে খলনায়ক ধরা পড়েছেন নায়কদের হাতে!
ছবিটি পোস্ট করেছেন চিত্রনায়ক জায়েদ খান। ক্যাপশনে তিনি লিখেছেন, “ছবির শেষ দৃশ্য।”
দীর্ঘদিন পর প্রবাসের মাটিতে এক ফ্রেমে দেখা মিলেছে ঢালিউডের এই পাঁচ তারকার। জানা গেছে, বর্তমানে জায়েদ খান অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। সেখানে কিছুদিন আগে গিয়েছেন আলেকজান্ডার বো ও আমিন খান। সম্প্রতি যোগ দিয়েছেন মামুনুন ইমনও। আর আহমেদ শরীফ তো আগে থেকেই যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা।
একই শহরে অবস্থান করায় অভিনেতাদের এই মিলন ঘটান জায়েদ খান। তার উদ্যোগে নিউ ইয়র্কের মেলরোজ এলাকার একটি রেস্টুরেন্টে আয়োজন করা হয়, ছোট্ট এক আড্ডার। সেখানে একত্রিত হন ঢাকাই চলচ্চিত্রের পাঁচ তারকা।
এ বিষয়ে জায়েদ খান বলেন, “আমরা নিউ ইয়র্কের বাঙালি অধ্যুষিত এলাকার বাইরে মেলরোজ নামের একটি জায়গায় দেখা করার পরিকল্পনা করি। সেখানেই আমিন খান ভাই, আলেকজান্ডার বো ভাই ও ইমন আসেন। একই সঙ্গে আসেন ঢাকাই চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা আহমেদ শরীফ। আমরা নানা গল্পে মেতে উঠি—চলচ্চিত্রের রঙিন দিনের স্মৃতিতে ফিরে যাই। দেশের বাইরে খুব সুন্দর একটা সময় কেটেছে।”
আড্ডার বিষয়বস্তু উল্লেখ করে জায়েদ খান বলেন, “আমাদের আলাপের মধ্যে সবচেয়ে বেশি গল্প ছিল আহমেদ শরীফ ভাই আর আমিন খান ভাইয়ের একসঙ্গে করা সিনেমাগুলো নিয়ে। শেষ মুহূর্তে ভাবলাম একটা ছবিও তুলি—যেখানে নায়করা খলনায়ককে ধরছে! শরীফ ভাই রাজি হলেন, আর আমরা এই মজার ছবিটা তুলে ফেললাম।”