আন্তর্জাতিক ডেস্ক || আফগানিস্তানের সঙ্গে চরম উত্তেজনার মধ্যে প্রতিবেশী দেশটির সীমান্ত দিয়ে পাকিস্তানে প্রবেশের চেষ্টাকারী ৩০ জনেরও বেশি ‘অনুপ্রবেশকারীকে’ হত্যা করার দাবি করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম (পিটিভি নিউজ) ও সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে ডন এই খবর জানিয়েছে।
পিটিভি নিউজের তথ্যানুসারে, নিরাপত্তা বাহিনী খাইবার পাখতুনখওয়া প্রদেশের মোহমান্দ জেলায় এই অভিযান চালিয়েছে। এই জেলার সীমান্ত দিয়ে কয়েক ডজন ‘জঙ্গির’ পাকিস্তানে প্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে।
নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, জেলাটির বাহাদর কালাইয়ের পর্বতময় খোর এলাকার কাছে জঙ্গিদের একটি বড় দলকে দেখা যাওয়ার গোয়েন্দা তথ্য পাওয়ার পর এই অভিযানটি চালানো হয়। কর্মকর্তারা বলেন, “নিরাপত্তা বাহিনী দ্রুত এলাকাটি ঘিরে ফেল এবং বড় ধরনের একটি অভিযান চালায়।”
পিটিভি বলছে, এই অভিযানে কমপক্ষে ৩০ জন ‘সন্ত্রাসীকে’ নির্মূল করা হয়েছে। তবে স্থানীয় সূত্রগুলো ডনকে জানিয়েছে, নিহতের সংখ্যা আরো বেশি হতে পারে।
এই ঘটনার বিষয়ে পাকিস্তান সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) কোনো তথ্য জানায়নি। তবে পিটিভি বলছে, এই ঘটনাটি প্রমাণ করে যে, আফগান সরকার পাকিস্তানের ভূখণ্ডে হামলা চালানোর চেষ্টায় ব্যর্থ হয়ে এখন প্রতিশোধ নেওয়ার জন্য জঙ্গিদের ওপর নির্ভর করছে।