1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
ভোটের মাঠে অভিনেতা তারিক স্বপন - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৪:১৯ অপরাহ্ন

ভোটের মাঠে অভিনেতা তারিক স্বপন

বিনোদন প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ২৭ বার দেখা হয়েছে
অভিনেতা তারিক স্বপন

বিনোদন প্রতিবেদক || ভোটের মাঠে নেমেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তারিক স্বপন। রাজউক কর্মচারী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনে ব্যবস্থাপনা কমিটির সদস্য পদে প্রার্থী হয়েছেন।

ফেসবুক অ্যাকাউন্টে নির্বাচনী পোস্টার শেয়ার করে তারিক স্বপন জানান, সংগঠনের উন্নয়ন ও সহকর্মীদের কল্যাণে কাজ করতে চান তিনি। পাশাপাশি সবার দোয়া ও মূল্যবান ভোট কামনা করেছেন এই অভিনেতা।

অভিনয়ের পাশাপাশি রাজউকে চাকরি করেন তারিক স্বপন। তবে অভিনয়জগতে তার রয়েছে দীর্ঘ ও বৈচিত্র্যময় পথচলা। ১৯৯২ সালে সিরাজগঞ্জের ‘অনুস্বর থিয়েটার’-এর মাধ্যমে মঞ্চে অভিনয় শুরু করেন তিনি। পরবর্তীতে ‘প্রসূণ থিয়েটার’-এর হয়ে ‘হামেদ আলীর সর্পদর্শন’, ‘১৯৭১’, ‘মহাপুরুষ’, ‘রাজাকারের পতন’সহ বেশ কিছু নাটক নির্দেশনা দেন।

অভিনেতা জাহিদ হাসানের অনুপ্রেরণায় ১৯৯৯ সালে ঢাকায় আসেন তারিক স্বপন। প্রথমে যোগ দেন ‘থিয়েটার সেন্টার’-এ, যেখানে মাত্র চার দিনের মাথায় অভিনয় করেন ‘মন তার শঙ্খিনী’ নাটকে।

টেলিভিশনে তার অভিনীত প্রথম ধারাবাহিক ‘লাল নীল বেগুনী’। পরবর্তীতে মাসুদ সেজানের ‘লংমার্চ’, ‘রেড সিগন্যাল’, ‘চলিতেছে সার্কাস’, ‘এইম ইন লাইফ’-এর মতো জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন।

চলচ্চিত্রেও অভিনয় করেছেন তারিক স্বপন। প্রয়াত আবিদ হাসান বাদলের ‘আলী বাবা’ ছিল তার প্রথম সিনেমা। এরপর ‘পাওয়ার’, ‘হঠাও দুর্নীতি’, ‘অন্ধকারের রাজনীতি’, ‘মুখোশ’ ও অঞ্জন আইচের ‘কানামাছি’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেতা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT