1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৩:২৬ পূর্বাহ্ন

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৫৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১০টায় নির্বাচন কমিশনে এ বৈঠক শুরু হয়েছে। বৈঠকে গৃহীত সিদ্ধান্তের বিষয়ে পরে বিস্তারিত জানাবে নির্বাচন কমিশন।

এতে অংশ নিচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনারবৃন্দ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান, সেনাপ্রধানের প্রতিনিধি লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, নৌবাহিনীর প্রধানের প্রতিনিধি রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী ও বিমানবাহিনী প্রধানের প্রতিনিধি এয়ার ভাইস মার্শাল রুশাদ দিন আসাদ, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, এনএসআইর মহাপরিচালক মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ, ডিজিএফআইর মহাপরিচালক মেজর জেনারেল জাহাঙ্গীর আলম, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক, এনটিএমসির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা, র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের অতিরিক্ত মহাপরিদর্শক জি এম আজিজুর রহমান এবং সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক মো. ছিবগাত উল্লাহ।

ইসি সূত্র জানিয়েছে, ভোট কেন্দ্রের নিরাপত্তা, বাহিনীর দায়িত্ব বণ্টন, নজরদারির প্রযুক্তিগত সুবিধা ও জরুরি পরিস্থিতিতে সমন্বয় কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে বৈঠকে। এছাড়া, ভোটের সময় আইন-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি, টহল ও তথ্য বিনিময় ব্যবস্থাসহ বিভিন্ন নিরাপত্তা দিক পর্যালোচনা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT