কুষ্টিয়া প্রতিনিধি || বিএনপির ওপর আমাদের চরম আস্থা ও বিশ্বাস রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাফর) মহাসচিব আহসান হাবীব লিংকন।
তিনি বলেন, “দেশমাতা খালেদা জিয়া ও তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে আমরা বারবার কারাগারে গিয়েছি, এরপরও আমরা বিএনপির কাছে কোনো মনোনয়ন চাইনি। কারণ, বিএনপির ওপর আমাদের চরম আস্থা ও বিশ্বাস রয়েছে। আশা করি, বিএনপি আমাদের অবশ্যই মূল্যায়ন করবে।”
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা বাজারে আয়োজিত দলীয় সভায় তিনি এসব কথা বলেন।
আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন না হলে দেশ গভীর সংকটে নিমজ্জিত হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আহসান হাবীব লিংকন। তিনি বলেন, “ফ্যাসিবাদী শক্তির উত্থান রোধে সবার অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে। তা না হলে, ভবিষ্যৎ প্রজন্মকে ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হতে পারে।”
তিনি বলেন, “বেগম খালেদা জিয়ার ডাকে আমরা জোটে গিয়েছিলাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের জোটের নেতাদের বলেছিলেন, চরম দুর্দিনে আপনারা আমাদের পাশে ছিলেন। বিএনপির বহু লোককে এমপি-মন্ত্রী বানিয়েছিলাম, কিন্তু দলের দুর্দিনে তাদের অনেকেই পাশে ছিলেন না।”
আমলা ইউনিয়ন জাতীয় পার্টির (জাফর) সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- দলটির জেলা সহ-সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজমত আলী খান, জেলা ছাত্র সমাজের সভাপতি মাহফুজুর রহমান, মিরপুর উপজেলা জাতীয় পার্টির (জাফর) সভাপতি মোজাম্মেল হক জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক শাহাবুল জোয়ার্দ্দার, যুগ্ম-সাধারণ সম্পাদক তৌফিকুর রশিদ জুয়েল, ভেড়ামারা উপজেলা জাতীয় পার্টির (জাফর) সভাপতি এম এ আলম, সাধারণ সম্পাদক রেজওয়ানুর রহমান।