1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
অ্যাটলির ব্যয়বহুল বিজ্ঞাপনচিত্রে রণবীর-শ্রীলীলা - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৯:৪৭ পূর্বাহ্ন

অ্যাটলির ব্যয়বহুল বিজ্ঞাপনচিত্রে রণবীর-শ্রীলীলা

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৩৪ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক || বলিউড তারকারা যখন বিজ্ঞাপনে পা রাখেন, তখন সাধারণ ব্র্যান্ডগুলোও রূপ নেয় ব্লকবাস্টারে। তাদের তারকাখ্যাতি, ক্যারিশমা আর পর্দার উপস্থিতি— অনেক সময়ই সাধারণ একটি পণ্যকে ঘরে ঘরে পরিচিত করে তোলে। আর এসব বিজ্ঞাপন নির্মাণে ব্যয় হয় মোটা অঙ্কের অর্থ। ফের তেমনি ব্যয়বহুল একটি বিজ্ঞাপন নির্মিত হতে যাচ্ছে; যা এখন চর্চায় রূপ নিয়েছে।

একটি সূত্র বলেন, “রণবীর সিং, ববি দেওল এবং শ্রীলীলাকে নিয়ে অ্যাটলি কুমার নির্মাণ করছেন চিং’স দেশি চাইনিজের বিজ্ঞাপন। এটি নির্মাণে ব্যয় হবে প্রায় ১৫০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২০৭ কোটি ৮৯ লাখ টাকা)। এটি এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে ব্যয়বহুল বিজ্ঞাপনগুলোর একটি।”

সিয়াসাত ডটকমের তথ্য অনুসারে, এই বিজ্ঞাপনে ফিরে আসছে রণবীর সিংয়ের জনপ্রিয় চরিত্র ‘ক্যাপ্টেন চিং’। আগের চেয়ে অনেক বড় পরিসরে, দুর্দান্ত অ্যাকশন, চোখ ধাঁধানো ভিজ্যুয়াল আর অ্যাটলি-স্টাইলের এনার্জিতে ভরপুর এই প্রজেক্ট।

এটা শুধু বিজ্ঞাপন নয়, একদম সিনেমাটিক অভিজ্ঞতা পাবেন দর্শকরা। এই বিজ্ঞাপনের জন্য বানানো হয়েছে বিশাল সেট, ব্যবহার করা হচ্ছে হাই-অ্যান্ড ভিএফএক্স। একাধিক লোকেশনে বিজ্ঞাপনটির শুটিং হচ্ছে। সম্প্রতি নির্মিত ‘ছাবা’ (১৩০ কোটি), ‘রেইড টু’ (১২০ কোটি) সিনেমার বাজেটের চেয়েও বেশি খরচ হচ্ছে এই বিজ্ঞাপন নির্মাণে।

ভারতের দক্ষিণী সিনেমার তারকা পরিচালক অ্যাটলি কুমার। ২০১৩ সালে তামিল ভাষার ‘রাজা রানি’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক ঘটে। নির্মাণ ক্যারিয়ারে সাতটি সিনেমা উপহার দিয়েছেন। তার মধ্যে অধিকাংশ সিনেমাই ব্যবসাসফল। তার নির্মিত উল্লেখযোগ্য সিনেমা হলো—‘থেরি’, ‘মের্শাল’, ‘বিগিলি’, ‘জওয়ান’।

‘পুষ্পা’ তারকা আল্লু অর্জুনকে নিয়ে পরিচালক অ্যাটলি কুমারের বড় বাজেটের সিনেমা নির্মাণের ফিসফাস দীর্ঘ দিন উড়েছে। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নতুন যাত্রার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন আল্লু অর্জুন। আপাতত সিনেমাটির নাম রাখা হয়েছে— ‘এএ২২×এ৬’। এ সিনেমার বাজেট ধরা হয়েছে ৮০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪০০ কোটি টাকা)।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT