1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
বেলিংহামের গোলে জুভেন্টাসকে হারাল রিয়াল - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০১:১৫ পূর্বাহ্ন

বেলিংহামের গোলে জুভেন্টাসকে হারাল রিয়াল

খেলাধুলা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৩০ বার দেখা হয়েছে

খেলাধুলা ডেস্ক || জুদ বেলিংহামের গোলে জুভেন্টাসকে ১-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে টানা তৃতীয় জয় তুলে নিল রিয়াল মাদ্রিদ। বুধবার দিবাগত রাতে সান্তিয়াগো বার্নাবেউয়ে অনুষ্ঠিত এই ম্যাচে যদিও মাদ্রিদের খেলায় ছিল ছন্দপতন। তবু জয়ের ধারা অব্যাহত রাখতে তারা সফল।

প্রথমার্ধ থেকেই গোলের জন্য মরিয়া ছিল মাদ্রিদ। ব্রাহিম দিয়াজ, অরেলিয়ান চুয়ামেনি ও তরুণ আরদা গুলার একাধিকবার পরীক্ষা নেন জুভেন্টাস গোলকিপার মিশেল দি গ্রেগরিওকে। সুযোগ এসেছিল এদার মিলিতাওয়ের সামনেও। কিন্তু তার শট পোস্টের সামান্য বাইরে দিয়ে যায়। তবে দি গ্রেগরিওর সেরা সেভটি আসে বিরতির ঠিক আগে। কিলিয়ান এমবাপের শক্তিশালী বাঁ-পায়ের শট কাঁধ ও মুখ দিয়ে ঠেকিয়ে দেন তিনি।

দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচের মোড় ঘোরাতে পারত জুভেন্টাস। দুশান ভ্লাহোভিচ একদম একা পেয়ে যান থিবো কোর্তোয়াকে। কিন্তু কোর্তোয়ার দুরন্ত রিফ্লেক্সে সে সুযোগ হাতছাড়া হয়। আর সেখানেই আসে টার্নিং পয়েন্ট। ৫৭ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের শট পোস্টে লেগে ফিরে এলে রিবাউন্ড থেকে গোল করেন বেলিংহাম।

এরপরও থেমে থাকেনি মাদ্রিদ। এমবাপে আবারও গোলের সুযোগ তৈরি করেন। কিন্তু দি গ্রেগরিওর অবিশ্বাস্য সেভে তা আটকা পড়ে। কিছুক্ষণ পর দিয়াজের শটও গোললাইন থেকে ফিরিয়ে দেয় জুভেন্টাসের রক্ষণভাগ। শেষ দিকে ফিলিপ কোস্টিচের একটি শট বিপজ্জনকভাবে গোলের দিকে যাচ্ছিল। কিন্তু কোর্তোয়া দারুণ দক্ষতায় তা প্রতিহত করেন। তাতে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জাভি আলোনসোর শিষ্যরা।

বেলিংহামের এই গোল ছিল চ্যাম্পিয়নস লিগে ইতালিয়ান ক্লাবগুলোর বিপক্ষে তার চতুর্থ গোল। যা অন্য যেকোনো দেশের দলের চেয়ে বেশি।

অন্যদিকে কোর্তোয়া গড়েছেন অনন্য এক মাইলফলক। রিয়াল মাদ্রিদের জার্সিতে এটি ছিল তার ৩০০তম ম্যাচ। ক্লাবের ইতিহাসে কেবল ইকার ক্যাসিয়াস, পাকো বুইয়ো ও মিগুয়েল অ্যাঞ্জেলই তার আগে রয়েছেন গোলরক্ষকদের তালিকায়। পাশাপাশি এটি ছিল চ্যাম্পিয়নস লিগে তার ৯১তম ম্যাচ, যা কোনো বেলজিয়ান খেলোয়াড়ের জন্য রেকর্ড।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT