গাজীপুর (পূর্ব) প্রতিনিধি || গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন ‘এএ ইয়ার্ন মিলস লিমিটেড’ কারখানার শ্রমিকেরা।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার জৈনাবাজার এলাকায় এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
শ্রমিকদের অভিযোগ, গত সেপ্টেম্বর মাসের বেতন এখনো পরিশোধ করা হয়নি। কর্তৃপক্ষ ১০ অক্টোবর বেতন দেওয়ার আশ্বাস দিলেও বারবার সময় নষ্ট করেছে। আজ (বৃহস্পতিবার) ছিল বেতন দেওয়ার সর্বশেষ তারিখ, কিন্তু তাও পূরণ হয়নি।
কারখানার শ্রমিক মনিরা খাতুন ক্ষোভ প্রকাশ করে বলেন, “বেতন দেওয়ার কথা ছিল ১০ অক্টোবর। আজো দিচ্ছে না। বারবার সময় নিচ্ছে। পেটের দায়ে রাস্তায় নামতে হয়েছে। পুলিশ টিয়ার গ্যাস মেরেছে, তবু আমরা বেতন চাই।”
আরেক শ্রমিক আরিফুল ইসলাম বলেন, “পরিবার নিয়ে কষ্টে আছি। বাড়িভাড়া, দোকানের বকেয়া—সবমিলিয়ে চাপ বাড়ছে। পাওনাদাররা হুমকি দিচ্ছে। আমাদের কাছে আর কোনো পথ খোলা নেই।”
কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মনির হোসেন বলেন, “এক মাসের বেতন বকেয়া আছে। আজ পরিশোধের কথা ছিল, কিন্তু কিছু আর্থিক সমস্যার কারণে বিলম্ব হচ্ছে। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।”
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, শ্রমিকদের বকেয়া বেতন নিয়ে টানা কয়েক দফা সময় দিয়েছিল কারখানা কর্তৃপক্ষ। আজ ছিল সর্বশেষ তারিখ। বেতন না মেলায় শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি আরও জানান, শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের মধ্যে আলোচনা চলছে, যাতে দ্রুত বকেয়া পরিশোধের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করা যায়।