1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
নুরুল হক নুরের ওপরে হামলা মেনে নেওয়া যায় না: ইসলামী আন্দোলন - দৈনিক প্রথম ডাক
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন

নুরুল হক নুরের ওপরে হামলা মেনে নেওয়া যায় না: ইসলামী আন্দোলন

বিশেষ প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৫৬ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিবেদক || গণঅ‌ধিকার প‌রিষ‌দের সভাপ‌তি নুরুল হক নুরের ওপরে হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জা‌নি‌য়ে‌ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শ‌নিবার (৩০ আগস্ট) দলের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এক বিবৃ‌তি‌তে ব‌লে‌ছেন, শুক্রবার রাতে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের সাহসী ও নির্যাতিত নেতা নুরুল হক নুরের ওপরে হামলা হয়েছে। ফ্যাসিবাদ উত্তর এই সময়ে এই ধরণের হামলা কোন যুক্তিতেই মেনে নেওয়া যায় না, সহ্য করা যায় না।

গাজী আতাউর বলেন, “জুলাই অভ্যুত্থানের প্রধান চাওয়া হলো, ফ্যাসিবাদের সম্ভাব্য যেকোনো ধরনের উত্থান রুখে দেওয়া। বিগত আমলে গণতন্ত্রের বিরুদ্ধে ও ফ্যাসিবাদের পক্ষে জাতীয় পার্টির ন্যাক্কারজনক ভূমিকা সকলের জানা। বলতে গেলে আওয়ামী ফ্যাসিবাদের আইনী পাটাতন নির্মাণে প্রধান ভূমিকা ছিলো তাদের। ৫ আগস্টের পরে জাতীয় পার্টির বিষয়েও সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল। সেটা করা হয় নাই। এখন জাতীয় পার্টির ইস্যুতে নুরের মতো একজন ফ্যাসিবাদ বিরোধী নেতাকে রাস্তায় লাঠিপেটা করা স্পষ্টত জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নেওয়া। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি।”

“আমরা বিশ্বাস করতে চাই, এটা মাঠে থাকা সেনা ও পুলিশ সদস্যের তাৎক্ষণিক নেওয়া ভুল সিদ্ধান্তের ফল। সেজন্য তারা কেন ফ্যাসিবাদ বিরোধী শীর্ষ একজন নেতাকে মারধোর করলো তার জবাবদিহি করতে হবে এবং এর পেছনে কার মদদ বা উস্কানি আছে বের করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে ব‌লেন,” ইসলামী আন্দাল‌নের এই মুখপাত্র।

তি‌নি ব‌লেন, “এই বিষয়ে সরকারের শীর্ষ কর্তাদের দ্রুত ও কার্যকর ভূমিকা দেখতে চাই, অন্যথায় ফ্যাসিবাদের পক্ষে কারা দাঁড়ানোর সাহস করে তা ফ্যাসিবাদ বিরোধী শক্তি দেখবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT