আন্তর্জাতিক ডেস্ক || কানাডার সাথে ‘সব বাণিজ্য আলোচনা’ অবিলম্বে বন্ধ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দিয়েছেন।
কানাডায় শুল্কবিরোধী একটি বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে। কানাডার অন্টারিও প্রদেশের সরকারের অর্থায়ন করা এই বিজ্ঞাপনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের একটি বক্তব্য ব্যবহার করা হয়েছে। ১৯৮৭ সালের ওই বক্তৃতায় রিগ্যান বলেছিলেন, “বাণিজ্যিক বাধা প্রতিটি আমেরিকান কর্মীকে আঘাত করে।”
এতে ক্ষিপ্ত হয়ে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, কানাডা ‘প্রতারণামূলকভাবে একটি বিজ্ঞাপন ব্যবহার করেছে।”
এরপর তিনি লিখেছেন, “তাদের জঘন্য আচরণের ভিত্তিতে, কানাডার সাথে সব বাণিজ্য আলোচনা বাতিল করা হয়েছে।”
ওয়াশিংটন চলতি বছরের মাঝামাঝি সময়ে কাঠ, ইস্পাত, অ্যালুমিনিয়াম এবং গাড়ি সহ কানাডিয়ান পণ্য আমদানির উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল। এর প্রতিক্রিয়ায় কানাডাও পাল্টা মার্কিন পণ্যে শুল্ক আরোপ করে। আগস্টে ট্রাম্প আবারো শুল্ক হার বাড়িয়ে ৩৫ শতাংশে উন্নীত করেছিলেন।
ট্রাম্পের ক্রমবর্ধমান বাণিজ্য যুদ্ধের ফলে অন্টারিও বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রদেশের প্রধানমন্ত্রী ডগ ফোর্ড মার্কিন সীমান্ত করের অন্যতম সোচ্চার সমালোচক।
ফোর্ড অক্টোবরের শুরুতে রিগ্যানের মন্তব্য সমন্বিত প্রদেশের নতুন বিজ্ঞাপন প্রচারণা শুরু করেছিলেন। তিনি সেই সময় ইনস্টাগ্রামে একটি পোস্টে বলেছিলেন, “আমাদের কাছে থাকা প্রতিটি হাতিয়ার ব্যবহার করে আমরা কানাডার উপর আমেরিকান শুল্কের বিরুদ্ধে অভিযোগ করা বন্ধ করব না। সমৃদ্ধির পথ হল একসাথে কাজ করা।”