1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
লৌহজংয়ের পদ্মা পাড়ে কুমির আতঙ্ক - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৯:৪০ অপরাহ্ন

লৌহজংয়ের পদ্মা পাড়ে কুমির আতঙ্ক

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ২২ বার দেখা হয়েছে
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শামুরবাড়ি গ্রামে গত বৃহস্পতিবার রাতে কুমির দেখতে পান এলাকাবাসী

মুন্সীগঞ্জ প্রতিনিধি || মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীর তীরবর্তী এলাকায় কুমির আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের শামুরবাড়ি গ্রামে গত কয়েকদিন ধরে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি, রাতে এবং ভোরে পদ্মা নদী থেকে কুমির উঠে আসছে।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিন বলেন, “উজান থেকে আসা পানির তোরে কুমিরটি আসতে পারে। রবিবার (২৬ অক্টোবর) বিষয়টি বনবিভাগকে অবহিত করা হয়েছে। তাদের মাধ্যমে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

শামুরবাড়ি গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, গ্রামের একটি পুকুর পাড়ে একটি কুমির দেখা গেছে। বিষয়টি জানাজানি হলে এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। কৌতুহলী হয়ে পুকুর পাড়ে ভিড় করছেন স্কুলশিক্ষার্থী ও আশপাশের এলাকার বহু মানুষ।

স্থানীয় যুবক মো. হায়াৎ হোসেন বলেন, “গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে পথচারীরা পুকুর পাড় দিয়ে যাওয়ার সময় গোঁয়ালঘরের কাছে একটি কুমির দেখতে পান। আতঙ্কিত হয়ে তারা চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে টর্চলাইটের আলোতে কুমিরটির ছবি তোলার চেষ্টা করা হয়। এ সময় কুমিরটি পুকুর পাড় থেকে নদীর দিকে চলে যায়।”

গৃহবধূ সালিনা বেগম বলেন, “রাতে গোঁয়ালঘরের পাশে কুমির দেখতে পাই। ছবি তুলতে গেলে সেটা পুকুর পাড় থেকে সরে যায়।”

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিন বলেন, “উজান থেকে আসা পানির তোরে কুমিরটি আসতে পারে। রবিবার (২৬ অক্টোবর) বিষয়টি বনবিভাগকে অবহিত করা হয়েছে। তাদের মাধ্যমে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT