বিনোদন ডেস্ক || এস এস রাজামৌলি পরিচালিত বহুল আলোচিত ও ব্যবসাসফল সিনেমা ফ্যাঞ্চাইজি ‘বাহুবলি’। এ সিরিজে ‘বল্লালদেব’ চরিত্রে অভিনয় করেন রানা দাগ্গুবতি। নেতিবাচক এ চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়ান।
ব্যক্তিগত জীবনে মিহীকা বাজাজের সঙ্গে ঘর বেঁধেছেন রানা দাগ্গুবতি। এ দম্পতির সংসার আলো করে নতুন অতিথি আসছে। এটি তাদের প্রথম সন্তান। গ্রেটঅন্ধ্র এ খবর প্রকাশ করেছে।
এ প্রতিবেদনে জানানো হয়েছে, রানা দাগ্গুবতির দাদা প্রাক্তন সংসদ সদস্য ও প্রযোজক ডি. রমনাইডুর দুই পুত্র। তারা হলেন—সুরেশ বাবু, ভেঙ্কটেশ। দুই ভাইয়ের মধ্যে সুরেশ বাবুর ছেলে-মেয়েরা বিয়ে করেছেন। রানা দাগ্গুবতির স্ত্রী মিহীকা বাজাজের অন্তঃসত্ত্বা হওয়ার খবরে দাগ্গুবতি পরিবারে এখন আনন্দের হাওয়া বইছে। আনন্দিত রানা দাগ্গুবতির বাবা প্রযোজক সুরেশ বাবু।
২০২২ সালের শুরুতে গুঞ্জন চাউর হয়, বাবা হতে যাচ্ছেন রানা দাগ্গুবতি! এ নিয়ে জোর চর্চা হলেও বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন রানা-মিহীকা দম্পতি। তারপর একই বছরের অক্টোবরে ফের মিহীকার মা হওয়ার গুঞ্জন চাউর হয়। পরে এই গুঞ্জন উড়িয়ে দেন রানার স্ত্রী মিহীকা বাজাজ। তবে এবার এখন পর্যন্ত বিষয়টি নিয়ে কেউ-ই কোনো বক্তব্য দেননি।
২০২০ সালের ১২ মে প্রথম মিহীকার সঙ্গে প্রেমের সম্পর্কের কথা প্রকাশ করেন রানা দাগ্গুবতি। এর কয়েকদিন পর তাদের রোকা অনুষ্ঠান হয় ও বাগদান সারেন তারা। একই বছরের ৮ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন এই যুগল। করোনা মহামারির কারণে ছোট পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
রানার স্ত্রী মিহীকা পেশায় ইভেন্ট প্ল্যানার। ‘ডিউ ড্রপ ডিজাইন স্টুডিও’র প্রতিষ্ঠাতা। তার বাবা বান্টি বাজাজ প্রসিদ্ধ জুয়েলারি ডিজাইনার।