বিনোদন ডেস্ক || বরেণ্য বলিউড অভিনেতা সুধীর দালভি গুরুতর অসুস্থ। গত ৮ অক্টোবর মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। ৮৬ বছর বয়েসি এই প্রবীণ অভিনেতা মারাত্মক সেপসিসে (রক্ত সংক্রমণ) ভুগছেন। এটি জীবনঘাতী সংক্রমণ, ফলে নিবিড় চিকিৎসা প্রয়োজন। কিন্তু আর্থিক সংকটে পড়েছে অভিনেতার পরিবার। পিঙ্কভিলা এ খবর প্রকাশ করেছে।
এ প্রতিবেদনে জানানো হয়েছে, সুধীর দালভির চিকিৎসার জন্য এরই মধ্যে ১০ লাখ রুপির বেশি খরচ হয়েছে। চিকিৎসকরা অনুমান করছেন, চিকিৎসার মোট ব্যয় ১৫ লাখ রুপি পর্যন্ত পৌঁছাতে পারে। অভিনেতার পরিবার ক্রমবর্ধমান চিকিৎসার খরচ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, দালভির শারীরিক অবস্থা সংকটজনক এবং চিকিৎসা অব্যাহত রাখা অত্যন্ত জরুরি। সুধীর দালভির পরিবার তার ভক্ত ও চলচ্চিত্র জগতের সহকর্মীদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে। তারা সবাইকে আহ্বান জানিয়েছেন যেন, যতটা সম্ভব সাহায্য করা হয়, যাতে প্রায় ১৫ লাখ রুপির চিকিৎসা ব্যয় মেটানো যায়।
ভারতীয় সিনেমা ও টেলিভিশনে দীর্ঘ গৌরবময় কর্মজীবন সুধীর দালভির। ১৯৭৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘শিরডি কে সাইবাবা’ সিনেমায় শিরডির সাইবাবার চরিত্রে অভিনয়ের জন্য খ্যাতি কুড়ান এই অভিনেতা, যা আজও দর্শকদের কাছে সমানভাবে প্রিয়। ১৯৮৭ সালে প্রচারিত টেলিভিশন ধারাবাহিক ‘রামায়ণ’-এ ঋষি বশিষ্ঠ চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা পান। তার এই আইকনিক চরিত্রগুলো ছাড়াও জনপ্রিয় চলচ্চিত্র ‘জুনুন’ (১৯৭৮), ‘চাঁদনী’ (১৯৮৯)-তেও অভিনয় করেছেন।
সুধীর দালভি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘এক্সকিউজ মি’। এটি মুক্তি পায় ২০০৩ সালে। সর্বশেষ টেলিভিশন সিরিজ ‘ওহ হুয়ে না হামারে’। এটি ২০০৬ সালে প্রচার হয়।