আন্তর্জাতিক ডেস্ক || হারিকেন মেলিসার আঘাতে নদীর তীর ভেঙে দক্ষিণ হাইতিতে ২৫ জনের মৃত্যু হয়েছে। বুধবার দক্ষিণ হাইতির উপকূলীয় শহরের মেয়র এ তথ্য জানিয়েছেন
পেটিট-গোয়েভ শহরের মেয়র মেয়র জিন বার্ট্রান্ড সুব্রেম অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, নদীর তীর ভেঙে আশেপাশের বাড়িগুলোতে প্লাবিত হয়ে ২৫ জনের মৃত্যু হয়েছে।
তিনি জানিয়েছেন, বুধবার সকাল পর্যন্ত পেটিট-গোয়েভে কয়েক ডজন বাড়ি ধসে পড়েছে এবং মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে।
স্থানীয় একটি হাসপাতালের মহাপরিচালক জানিয়েছেন, ১০টিরও বেশি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজদের সন্ধান অব্যাহত রয়েছে।
মঙ্গলবার রাতে জ্যামাইকাতে আঘাত হানে ৫ ক্যাটাগরির ঘূর্ণিঝড় মেলিসা। এসময় বাতাসের বেগ ছিল ঘণ্টায় ১৮৫ মাইল। মেলিসার প্রভাবে গত কয়েক দিন ধরে হাইতিতে ১২ ইঞ্চি পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।