ঝিনাইদহ প্রতিনিধি || ঝিনাইদহে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে সদর উপজেলার কাতলামারি কুঠিরপাড় গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো- কাতলামারি কুঠিরপাড় গ্রামের সোহেল মিয়ার ছেলে আরিয়ান (৪) ও ইমদাদুল ইসলাম তারা মিয়ার মেয়ে তাসনীম (৪)।
কাতলামারি পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আল মামুন বলেন, ‘‘তিন শিশু বাড়ির পার্শ্ববর্তী নবগঙ্গা নদীতে গোসলে নামে। একপর্যায়ে তাসনীম ও আরিয়ান নদীর পানিতে ডুবে যায়। এ সময় অপর শিশুটি বাড়িতে ফিরে স্বজনদের জানালে তারা নদীতে গিয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করে।’’
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘‘পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।’’