খুলনা প্রতিনিধি || খুলনার রূপসায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী দুই নেতার অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন। এর মধ্যে, ৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার কাজদিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনা তদন্তে দুই সদস্যের একটি কমিটি গঠন করেছে জেলা বিএনপি।
আহতরা হলেন- শান্ত শেখ, শাহজাদা, আলমগীর, আকরাম হোসেন, মেহেদী হাসান বুলু, ইমরান হোসেন ও জাহিদ শেখ।
দলীয় সূত্রে জানা গেছে, খুলনা-৪ (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী (হেলাল) এবং যুক্তরাজ্য বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি পারভেজ মল্লিক আলাদা আলাদা প্রচার-প্রচারণা চালিয়ে আসছেন।
বৃহস্পতিবার রূপসার কাজদিয়া বাজার এলাকায় বিএনপি নেতা পারভেজ মল্লিকের গণসংযোগ করার কথা ছিল। এ জন্য তার অনুসারী শান্ত শেখের নেতৃত্বে কর্মী-সমর্থকেরা কাজদিয়া বাজারে অবস্থান নেন। এ সময় বিএনপির অপর মনোনয়নপ্রত্যাশী আজিজুল বারীর পক্ষের কিছু কর্মী-সমর্থক সেখানে গেলে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে উভয় পক্ষ সটকে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের ৭ জন আহত হয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে পারভেজ মল্লিক অভিযোগ করে বলেন, ‘‘দলীয় কর্মসূচি পালনে গিয়ে আমার কর্মীরা হামলার শিকার হয়েছে। এর আগে, তেরখাদা ও দিঘলিয়াতেও আমার কর্মীদের ওপর হামলা হয়েছে। বারবার একি ধরনের ঘটনায় সাধারণ মানুষের কাছে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।’’
এ বিষয়ে জানতে বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে জানা যায়, তিনি মালয়েশিয়া অবস্থান করছেন। তার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু বলেন, ‘‘এ ঘটনা তদন্তে দুই সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির দেওয়া প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’’
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. আনিসুজ্জামান রূপসা থানার ওসি মাহফুজুর রহমানের বরাত দিয়ে বলেন, ‘‘বিএনপির মনোনয়নপ্রত্যাশী দুই নেতার অনুসারীদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’’