1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
তাঞ্জানিয়ায় নির্বাচনি বিক্ষোভে সহিংসতায় নিহত ৭০০ - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন

তাঞ্জানিয়ায় নির্বাচনি বিক্ষোভে সহিংসতায় নিহত ৭০০

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ২০ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || তাঞ্জানিয়ায় তিন দিনের নির্বাচনী বিক্ষোভে প্রায় ৭০০ জন নিহত হয়েছে। শুক্রবার দেশটির প্রধান বিরোধী দল এ তথ্য জানিয়েছে।

বুধবার নির্বাচনের দিন বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীদের দাবি, প্রেসিডেন্ট নির্বাচন থেকে গুরুত্বপূর্ণ প্রার্থীদের বাদ দেওয়ার পর বিরোধীদের দমন করা হয়েছে।

বিরোধী দল চাদেমা মুখপাত্র জন কিটোকা এএফপিকে জানিয়েছেন, তখন থেকে শত শত মানুষ নিহত হয়েছে।

তিনি বলেন, “আমরা যেমন বলছি, দার (এস সালাম)-এ মৃতের সংখ্যা প্রায় ৩৫০ এবং মওয়ানজার ক্ষেত্রে ২০০ জনেরও বেশি। দেশের অন্যান্য স্থানের পরিসংখ্যানের সাথে যোগ করলে, মোট মৃতের সংখ্যা প্রায় ৭০০।”

মুখপাত্র জানান, নিহতের সংখ্যা অনেক বেশি হতে পারে। কারণ বুধবার রাত থেকে জারি করা কারফিউয়ের সময় অনেক হতাহতের ঘটনা ঘটতে পারে।

একটি নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে, ৫০০ জনেরও বেশি নিহতের খবর পাওয়া গেছে, ‘সারা দেশে হয়তো এই সংখ্যা ৭০০-৮০০।’

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, তারা তথ্য পেয়েছে যে কমপক্ষে ১০০ জন নিহত হয়েছেন।

কিটোকা জানিয়েছেন, তাদের দলীয় সদস্যদের একটি নেটওয়ার্ক হাসপাতাল এবং স্বাস্থ্য ক্লিনিকে গিয়ে ‘মৃতদেহ গণনা’ করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT