প্রথম ডাক প্রতিবেদক || জাতীয় সমাজতান্ত্রিক দলের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় নগরীর নন্দন কানন পুলিশ প্লাজার শাপলা হলে এক আলোচনা সভার আয়োজন করে চট্টগ্রাম মহানগরী জাসদ। মহানগর জাসদের আহ্বায়ক মুজতবা কামাল উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডাঃ জবিউল হোসেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুথানের চেতনার সংগ্রামে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দুর্নীতি ও ফ্যাসিবাদ প্রতিরোধে অংশীদারিত্বের গণতন্ত্র প্রতিষ্ঠা ও মুক্তিযুদ্ধ সহ জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় রাষ্ট্র পরিচালনায় সকল শ্রেণীর জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
উক্ত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, জাতীয় সমাজতান্ত্রিক দল (রব) উত্তর জেলার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মাষ্টার, দক্ষিণ জেলার জেএসডির আহবায়ক অধ্যাপক ইসহাক উদ্দিন চৌধুরী, মহানগর যুগ্ন আহবায়ক শফিউল আলম খোকন, উত্তর জেলার যুগ্ন আহবায়ক মোঃ এয়াকুব, দক্ষিণ জেলার যুগ্ন আহবায়ক আমানুল্লাহ খান, আব্দুল মালেক গাজী, মোহাম্মদ দিদার, শাহী ইমরান সুমন, যুব পরিষদ চট্টগ্রামের মোঃ আবু তাহের, আব্দুল আজিজ, দিদার, শ্যামল বিশ্বাস, মাষ্টার রফিক উদ্দিন ও মশিউর রহমান প্রমুখ। মহানগর জাসদের বিপুল সংখ্যক নেতাকর্মী আলোচনা সভায় উপস্থিত ছিলেন।