1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
চট্টগ্রাম সমিতি-ঢাকা স্বার্থ সংরক্ষণ পরিষদ এবং ড্রিমার্স কনসালটেশন অ্যান্ড রিসার্চ-এর যৌথ উদ্যোগে দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০২:১৫ অপরাহ্ন

চট্টগ্রাম সমিতি-ঢাকা স্বার্থ সংরক্ষণ পরিষদ এবং ড্রিমার্স কনসালটেশন অ্যান্ড রিসার্চ-এর যৌথ উদ্যোগে দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

প্রথম ডাক রিপোর্ট
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১৭২ বার দেখা হয়েছে

প্রথম ডাক রিপোর্ট || গত রবিবার (০২ নভেম্বর ২০২৫) চট্টগ্রাম সমিতি-ঢাকা কার্যালয়ে (চট্টগ্রাম ভবন, ৩২, তোপখানা রোড) চট্টগ্রাম সমিতি-ঢাকা স্বার্থ সংরক্ষণ পরিষদ এবং ড্রিমার্স কনসালটেশন অ্যান্ড রিসার্চ-এর যৌথ উদ্যোগে দিনব্যাপী একটি বিশেষায়িত মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের খ্যাতিমান হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. শফিউল আজম এবং চট্টগ্রাম সমিতি-ঢাকা এর সম্মানিত সভাপতি ও সোনালী ব্যাংকের চেয়ারম্যান জনাব মোহাম্মদ মুসলিম চৌধুরী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চট্টগ্রাম সমিতি-ঢাকা স্বার্থ সংরক্ষণ পরিষদ-এর আহ্বায়ক বিশিষ্ট শিল্পপতি জনাব আরিফ উদ্দিন। এছাড়াও সমিতির অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উদ্ধোধনকালে প্রধান অতিথি জনাব এডভোকেট সাইফুর রহমান এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং আয়োজকদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

চট্টগ্রাম সমিতি-ঢাকা স্বার্থ সংরক্ষণ পরিষদ এর সদস্য সচিব প্রকৌশলী জয়নাল আবেদিনের পরিচালনায় উক্ত মেডিক্যাল ক্যাম্পে শতাধিক রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। বিশেষায়িত এই ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের পাশাপাশি আল্ট্রাসনোগ্রাফি, ইসিজি, ইউরিন ও ব্লাড টেস্টসহ প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়, যা গ্রহণ করে সেবাগ্রহণকারীরা সন্তোষ প্রকাশ করেন। অংশগ্রহণকারীরা এ ধরনের উদ্যোগ নিয়মিত করার জন্য আয়োজকদের প্রতি অনুরোধ জানান।

সেবাগ্রহণকারীদের চাহিদা বিবেচনায় ক্যাম্পটি আগামী এক মাস ধারাবাহিকভাবে চালু রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

উল্লেখ্য, এটি ড্রিমার্স কনসালটেশন অ্যান্ড রিসার্চ-এর ২৯৫তম মেডিক্যাল ক্যাম্প।

মেডিক্যাল ক্যাম্প শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় চট্টগ্রাম সমিতি-ঢাকা এবং ড্রিমার্স কনসালটেশন অ্যান্ড রিসার্চ-এর প্রতিনিধিরা চট্টগ্রামের বৃহত্তর জনগোষ্ঠীর কল্যাণে একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের মাধ্যমে ঢাকস্থ্য চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ ও স্বল্প ব্যয়ে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার পরিকল্পনা তুলে ধরেন। সমাপনি বক্তব্যে হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. শফিউল আজম তার অভিজ্ঞতায় এই ক্যাম্পকে অন্যতম একটি সেরা মেডিকেল ক্যাম্প হিসেবে স্বীকৃতি দিয়ে আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT