নিজস্ব প্রতিবেদক || ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকার ‘গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছে। এতে রাজনৈতিক দলগুলোর জোটবদ্ধ নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নতুন বিধান যুক্ত করা হয়েছে। সংশোধন অনুযায়ী, এখন থেকে কোনো দল জোট করলেও প্রার্থীকে নিজ দলের প্রতীকেই ভোট করতে হবে।
সোমবার (৩ নভেম্বর) আইন মন্ত্রণালয় এ অধ্যাদেশের গেজেট প্রকাশ করে।
নতুন বিধান অনুযায়ী, কোনো জোটের প্রার্থী অন্য দলের প্রতীক বা জোটের সাধারণ প্রতীকে নির্বাচন করতে পারবেন না। ফলে দলগুলোর নিজস্ব পরিচয় ও প্রতীকের গুরুত্ব আরো বৃদ্ধি পেল।
এর আগে গত ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধনের খসড়া নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়। সংশোধনটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে টানাপোড়েন তৈরি হয়েছিল। বিএনপি এই বিধানের বিরোধিতা করলেও, জামায়াতে ইসলামী ও এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) এই পরিবর্তন বহাল রাখার পক্ষে মত দেয়। শেষ পর্যন্ত এই ধারা অপরিবর্তিত রেখেই অধ্যাদেশ জারি করা হয়েছে।
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে আরপিওসহ প্রায় সব নির্বাচনি আইনের সংস্কার সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশন এরইমধ্যে ভোটার তালিকা আইন, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন, নির্বাচন কমিশন সচিবালয় আইন সংশোধনের পাশাপাশি ভোটকেন্দ্র, দেশি-বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক নীতিমালাও হালনাগাদ করেছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সংশোধিত আরপিও অনুযায়ী দল ও প্রার্থীর আচরণবিধি শিগগিরই জারি করা হবে। এই অধ্যাদেশের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আইনগত প্রস্তুতি এখন চূড়ান্ত।