1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
র‍্যাব ডিজি ও এসবি প্রধানের চুক্তিভিত্তিক নিয়োগ - দৈনিক প্রথম ডাক
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৬ পূর্বাহ্ন

র‍্যাব ডিজি ও এসবি প্রধানের চুক্তিভিত্তিক নিয়োগ

বি‌শেষ প্রতি‌বেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৭৬ বার দেখা হয়েছে

বি‌শেষ প্রতি‌বেদক || চাক‌রির মেয়াদ বা‌ড়ি‌য়ে আরও এক বছ‌রের জন‌্য পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান ও পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান মো. গোলাম রসুলকে চু‌ক্তি‌ভি‌ত্তিক নি‌য়োগ দি‌য়ে‌ছে সরকার।

রবিবার (৩১ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জা‌রি করা হ‌য়ে‌ছে।

বর্তমান র‍্যাব মহাপরিচালক একেএম শহিদুর রহমানকে আগামী ১ সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ১৫ মার্চ পর্যন্ত অতিরিক্ত আইজিপি পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে গত বছরের ৭ আগস্ট র‍্যাব ডিজি হিসেবে নিয়োগ পান তিনি। গত ১০ সেপ্টেম্বর তার চাকরির মেয়াদ চুক্তিভিত্তিক এক বছর বাড়ানো হয়, যা ১ অক্টোবর থেকে কার্যকর হয়। এবার ছয় মাস বাড়ানো হলো তার চাকরির মেয়াদ।

একই মেয়াদে অতিরিক্ত আইজিপি পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন এসবি প্রধান মো. গোলাম রসুল। তার চাকরির মেয়াদ ৩১ আগস্ট শেষ হওয়ার কথা ছিল। ২৫ আগস্ট পুলিশের এই কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে গ্রেড-১ করা হয়।

চলতি বছরের ১৩ জানুয়ারি থেকে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন গোলাম রসুল। এর আগে তিনি পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৯ অনুযায়ী তাদের অবসরোত্তর ছুটি (পিআরএল) ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত করা হয়েছে।

চুক্তির শর্ত হিসেবে বলা হয়েছে, তারা অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংস্থার সঙ্গে কর্মসম্পর্কে থাকতে পারবেন না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT