1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০১:৪৮ পূর্বাহ্ন

নতুন ভাবনায় ওমর সানী

বিনোদন প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১১০ বার দেখা হয়েছে

বিনোদন প্রতিবেদক || বাংলা সিনেমার আলোচিত নায়ক ওমর সানী। চাঁদের আলো, কুলি, প্রথম প্রেম, মধুর মিলন, রঙীন নয়নমণি, রঙীন রংবাজ, দোলার মত দর্শকনন্দিত বহু সিনেমায় অভিনয় করেছেন তিনি। কিন্তু সাম্প্রতিক সময়ে সিনেমার চেয়ে নানা মন্তব্যের কারণে প্রায়ই খবরের শিরোনাম হন ওমর সানী। সাম্প্রতিক ব্যস্ততা কী নিয়ে, এমন প্রশ্নে নব্বইয়ের দশকের এই নায়ক গনমাধ্যমকে বলেন, ‘আমার রেস্তোরাঁর ব্যবসা আছে, এখন সেটা নিয়েই ব্যস্ত থাকি। নতুন আরেকটা কিছু করার কথা ভাবছি, সেগুলো নিয়েই আছি এখন। আর বর্তমানে দেশের অবস্থা যেমন, আমার ব্যবসারও ঠিক তেমনই। চলছে মোটামুটি।’

এখন খবরের শিরোনাম হতে আর ভালো লাগে না বলেই জানালেন নব্বইয়ের দশকের জনপ্রিয় এই নায়ক। সম্প্রতি গনমাধ্যমে ওমর সানী বলেন, ‘আমি তো এখন আর নিউজের আর্টিস্ট না। এখনো প্রায়ই আমাকে নিয়ে নিউজ হয়। এখন এটা আর আমার ভালো লাগে না। তা ছাড়া কোনো কাজ করলেও সেটি সাংবাদিকদের ফোন করে জানাতে হবে বলে মনে করি না। যেটা জানানোর সেটা আমি আমার ফেসবুকেই লিখি। এটাই আমার সংবাদপত্র, এটাই আমার চ্যানেল বা ক্যামেরাম্যান। ফেসবুকই আমার সব কিছু।’

এর মধ্যে বেশ কিছু সিনেমার প্রস্তাব এসেছে বলেও জানান তিনি। তবে এখনো কিছু চূড়ান্ত হয়নি। তিনি বলেন, ‘দুই-তিনটা সিনেমার প্রস্তাব এসেছে, কিন্তু এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি। চূড়ান্ত না হলে পরিচালক কিংবা সিনেমা কোনো কিছুই বলতে পারছি না।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT