1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
দেশের সার্বভৌমত্বের প্রশ্নে এ প্রজন্ম কখনো আপস করেনি: শামা - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

দেশের সার্বভৌমত্বের প্রশ্নে এ প্রজন্ম কখনো আপস করেনি: শামা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৪২ বার দেখা হয়েছে
বুধবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের বর্ধিত সভায় বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক || জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, “দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে এ প্রজন্ম কখনো আপস করেনি। জাতীয় ইস্যুতে আঘাত করে, এমন প্রশ্নে জাতীয়তাবাদী প্রজন্ম দল সব সময় সরব ছিল। জনগণের পাশে থেকে, মানুষের পাশে থেকে তাদের ভাগ্য উন্নয়নে কাজ করতে হবে।”

বুধবার (১৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। শামা ওবায়েদ বলেন, “বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়ন, সংবিধানের পরিবর্তন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, স্বচ্ছ ও দায়বদ্ধ সংসদ প্রতিষ্ঠার জন্য কিন্তু বিএনপির ৩১ দফা সংস্কার প্রস্তাব তৈরি করা হয়েছে। আমরা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম যেভাবে মুক্তিযুদ্ধকে ধারণ করি, দেশের অন্যান্য রাজনৈতিক দল কিন্তু মুক্তিযুদ্ধকে সেভাবে ধার করতে পারে না।”

তিনি বলেন, “বর্তমান ভোটারদের ৪০ ভাগের বয়স ৩০ বছরের কম। এই বিশাল সংখ্যক ভোটারের কাছে যাওয়ার একটি মুখ্য মাধ্যম হলো জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম। আমরা যদি এই তরুণ প্রজন্মের পাশে থাকতে পারি, তাহলে তা নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে।”

বর্ধিত সভায় উপস্থিত ছিলেন সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সাইফুল ইসলাম, ঢাকা মহানগর উত্তরে সভাপতি ওবায়দুর রহমান অটল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT