1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
অটোরিকশায় বাসের ধাক্কা, একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

অটোরিকশায় বাসের ধাক্কা, একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৩৯ বার দেখা হয়েছে
উপজেলা সদরের গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিটিউটের সামনে বাসের ধাক্কায় চারজন নিহত হয়।

দিনাজপুর প্রতিনিধি || দিনাজপুর সদর উপজেলার দশ মাইল এলাকায় গম গবেষণা কেন্দ্রের সামনে যাত্রীবাহী বাস অটোরিকশায় ধাক্কা দিয়েছে। এতে একই পরিবারের তিন সদস্যসহ চারজন নিহত হয়েছে। পাঁচজন আহত হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে দিনাজপুর–ঠাকুরগাঁও মহাসড়কে গম গবেষণা কেন্দ্রের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধারের তথ্য জানান। তিনি আরো বলেন, “হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।’’

প্রাথমিকভাবে জানা গেছে, অটোরিকশায় থাকা নিহতরা সকলে একই পরিবারের সদস্য। ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর একজন মারা যায়।

নিহতরা হলেন, দিনাজপুর সদর উপজেলার খানপুর গ্রামের ইয়াকুব আলীর স্ত্রী মর্জিনা বেগম (৬০), একই গ্রামের আব্দুস সালামের স্ত্রী সারজিনা বেগম (৪০) ও সারজিনা বেগমের মেয়ে সাদিয়া বেগম (১৫)। নিহতরা সম্পর্কে মা, মেয়ে ও নাতনি। নিহত এক শিশুর (১১) পরিচয় জানা যায়নি।

আহত পাঁচজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অন্তত দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

আহত মকবুল ইসলাম জানান, তিনি মা, স্ত্রী, সন্তান ও নাতি-নাতনি মোট নয়জনকে নিয়ে অটোরিকশায় দিনাজপুর সদর থেকে কান্তনগর মেলা দেখার জন্য রওনা হন। পথে দশ মাইল গম গবেষণা কেন্দ্রের সামনে নাসির পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশায় সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনজন মারা যায়। পরে হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়। মকবুল ইসলামের এক নাতি হাসপাতালের শিশু বিভাগে চিকিৎসাধীন এবং অবস্থা গুরুতর।

দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী স্টেশন মাস্টার ওবায়দুর রহমান জানান, সংবাদ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারা তিনজনের লাশ উদ্ধার করেন। হাসপাতালে একজনের মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT