1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
কিশোরগঞ্জে দেশি-বিদেশি অস্ত্রসহ আটক ২২ - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে দেশি-বিদেশি অস্ত্রসহ আটক ২২

কিশোরগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৫১ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধি || কিশোরগঞ্জের বাজিতপুরে এলাকায় প্রভাব বিস্তারের জন্য গুলিভর্তি বিদেশি আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ মহড়া দেওয়ার সময় ২২ জনকে আটক করেছে যৌথ বাহিনী। শনিবার (২২ নভেম্বর) রাতে বাজিতপুর উপজেলার নান্দিনা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

নান্দিনা এলাকার মৃত কাশেম মেম্বারের ছেলে গোলাম সারোয়ার ভুবনের (২৭) কাছ থেকে তুরস্কে তৈরী ৬ রাউন্ড গুলিভর্তি একটি পিস্তল জব্দ করে যৌথ বাহিনী। তার সাথে থাকা ২১ জনের কাছ থেকে একটি রামদাসহ কয়েকটি স্টিলের পাইপ জব্দ করা হয়।

স্থানীয়রা জানিয়েছেন, আটক সবাই কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) সংসদীয় আসনে বিএনপির নেতৃত্বাধীন জোট থেকে মনোনয়নপ্রত্যাশী বাংলাদেশ জাতীয় দলের সভাপতি ও ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদার অনুসারী। কয়েকদিন ধরেই কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মজিবুর রহমান ইকবাল এবং সৈয়দ এহসানুল হুদার সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে শেখ মজিবুর রহমান ইকবালের মনোনয়নের দাবিতে তার সমর্থক ও নিকলী-বাজিতপুর দুই উপজেলার বিএনপি নেতাকর্মীরা ২০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করেন।

পরে সন্ধ্যায় গণসংযোগ চালানোর সময় সৈয়দ এহসানুল হুদা প্রতিপক্ষের উদ্দেশে উত্তেজনাকর বক্তব্য দেওয়ার পর হামলা চালিয়ে কয়েকটি গাড়ি ভাঙচুর করেন শেখ মজিবুর রহমান ইকবালের সমর্থকরা। এ ঘটনার জেরে রাতে অস্ত্র নিয়ে এলাকায় মহড়া দিচ্ছিলেন সৈয়দ এহসানুল হুদার লোকজন। খবর পেয়ে যৌথ বাহিনী অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসহ তাদেরকে আটক করে বাজিতপুর থানায় হস্তান্তর করে।

রবিবার (২৩ নভেম্বর) দুপুরে বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদ হোসেন আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ ২২ জনকে আটকের তথ্য নিশ্চিত করে সাংবাদিকদের বলেছেন, ২২ জনের বিরুদ্ধে মামলা দায়েরের কাজ চলছে। সবাইকে আদালতে সোপর্দ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT