নোয়াখালী প্রতিনিধি || নোয়াখালীতে উচ্ছেদ অভিযান চালানোর সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন হকার, ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকরা।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে মাইজদী পৌর বাজার এলাকার প্রধান সড়কে ঘটনাটি ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম হাসান খানের নেতৃত্বে ফুটপাত উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযান পৌর বাজারের সামনে গিয়ে ভেকুমেশিন দিয়ে ফুটপাতে থাকা দোকান উচ্ছেদ ও মাইক্রো স্ট্যান্ডে পার্কিংয়ে থাকা মাইক্রোবাস সরিয়ে দেওয়ার চেষ্টা করলে হকার, ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তারা ম্যাজিস্ট্রেটের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ করতে শুরু করেন। পরে বিক্ষোভকারীরা এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
হকার ও পরিবহন শ্রমিকদের অভিযোগ, কোনো নোটিশ ছাড়া আজ দুপুরে আনসারসহ একজন ম্যাজিস্ট্রেট এসে জিলা স্কুলের সামনে মাইক্রো স্ট্যান্ডে পার্কিংয়ে থাকা কয়েকটি গাড়ি ভেকু মেশিন দিয়ে ভেঙে দেন। পরে তারা পৌর বাজারের সামনে দোকানপাট উচ্ছেদ করে। এসময় পরিবহন শ্রমিক, হকার ও ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে গাড়িতে ইট নিক্ষেপ করে।
এ বিষয়ে একাধিকবার যোগাযোগ করা হলেও জেলা প্রশাসক বা অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেটের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন বলেন, “আমাদের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে লাঞ্ছিত এবং সরকারি গাড়ি ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ লোকজন। সরকারি কাজে তারা বাধা দিয়েছেন। মামলার প্রস্তুতি চলছে।”