1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
নারী কাবাডি বিশ্বকাপের শিরোপা ধরে রাখল ভারত - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

নারী কাবাডি বিশ্বকাপের শিরোপা ধরে রাখল ভারত

খেলাধুলা ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৩৯ বার দেখা হয়েছে

খেলাধুলা ডেস্ক || চাইনিজ তাইপের বিপক্ষে ৩৫-২৮ পয়েন্টের জয়ে নারী কাবাডি বিশ্বকাপের মুকুট ধরে রাখল ভারত। ২০১২ সালে ইরানকে হারিয়ে প্রথম নারী কাবাডি বিশ্বকাপ জিতেছিল দেশটি। আজ সোমবার (২৪ নভেম্বর) প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ জয়ের মাধ্যমে সে সাফল্য ধরে রাখল বিশ্ব কাবাডির পরাশক্তিরা। এ নিয়ে নারী কাবাডি বিশ্বকাপে শতভাগ জয়ের রেকর্ড ধরে রাখল ভারত। এবার ঢাকায় ৬ ম্যাচে শতভাগ জয়ের আগে ২০১২ সালের আসরেও ৬ ম্যাচে শতভাগ জয় পেয়েছিল তারা।

মেজর কাবাডি আসরে চাইনিজ তাইপের বিপক্ষে এ নিয়ে টানা তিন ম্যাচে অপরাজিত থাকল ভারত। ২০২৩ সালের ৭ অক্টোবর এশিয়ান গেমসের ফাইনালে হাড় হিম করা লড়াইয়ের পর ২৬-২৫ পয়েন্টে জিতে স্বর্ণপদক অর্জন করেছিল ভারত। সে আসরে দুই দলের গ্রুপ পর্বের লড়াইয়েও ছিল উত্তেজনা। ম্যাচ শেষ হয়েছিল ৩৪-৩৪ পয়েন্টের সমতায়।

শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম টস কয়েন সরবরাহ করেন। চাইনিজ তাইপে টস জিতে ভারতকে রেইডে পাঠায়। সাঞ্জু দেবী প্রথম রেইড থেকে এক পয়েন্ট তুলে আনেন। চুয়াং ইয়া-হান বোনাস পয়েন্ট নিয়ে ভালোই জবাব দেন। পরে পূজা এবং সোনালিও রেইড থেকে পয়েন্ট আনেন। চতুর্থ রেইডে সাঞ্জু দেবী তিন পয়েন্ট তুলে আনলে লিড পায় ভারত। ইয়েন চিয়াও-ওয়েন এক রেইডে দুই পয়েন্ট তুলে আনলে জমে ওঠে লড়াই। ম্যাচের স্কোরলাইন দাঁড়ায় ৭-৭।

পরে রেইড দিতে যাওয়া পূজাকে সুপার ট্যাকল করে ৯-৭ পয়েন্টের লিড নিয়েছিল চাইনিজ তাইপে। ১২তম মিনিটে সাঞ্জু দেবী রেইডে চাইনিজ তাইপের ৪ খেলোয়াড়কে আউট করে ভারতকে ১৩-১২ পয়েন্টে এগিয়ে দেন। হুয়াং সু-চিন পরের রেইডে পয়েন্ট তুলে লড়াইয়ে রেখেছিলেন চাইনিজ তাইপেকে। পরবর্তীতে রেইডে সাঞ্জু দেবী দুই পয়েন্ট তুলে ম্যাচের দ্বাদশ মিনিটে প্রতিপক্ষকে অলআউট করে ভারতের লিড ১৭-১৪ পয়েন্টে উন্নীত করেন। ২০-১৬ পয়েন্টে এগিয়ে থেকে ভারত প্রথমার্ধ শেষ করে।

বিরতির পর বোনাস পয়েন্ট নিয়ে চাইনিজ তাইপে ব্যবধান কমায়। পুষ্পা রেইডে তিন পয়েন্ট তুলে ভারতের লিড বড় করেন। সময়ের সঙ্গে চাইনিজ তাইপে ম্যাচ থেকে পিছিয়ে যেতে থাকে। একপর্যায়ে রেইড ও ট্যাকল থেকে পয়েন্ট তুলে ব্যবধান ২৫-২২ করে দেশটি। বাকি সময় সাঞ্জু-পুষ্পাদের হিসেবি খেলায় ম্যাচ ভারতের দিকে ঝুঁকে যায়। খেলা শেষ হওয়ার চার মিনিট আগে চাইনিজ তাইপে সুপার ট্যাকল করে ফেরার চেষ্টা করে, স্কোরলাইন ছিল ৩০-২৬। শেষদিকে চাইনিজ তাইপেকে অলআউট করে ম্যাচ নিয়ন্ত্রণে নেয় ভারত, স্কোরলাইন তখন ৩৫-২৮। ওটাই ছিল ম্যাচের চূড়ান্ত স্কোরলাইন।

জয়ের পর ভারতীয় খেলোয়াড়রা জাতীয় পতাকা নিয়ে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ভিক্টরি ল্যাপ দেন। নেচে-গেয়ে নারী কাবাডি বিশ্বকাপের টানা দ্বিতীয় শিরোপা উদযাপন করেন তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT