বিনোদন ডেস্ক || ঢাকাই সিনেমার নায়ক ফেরদৌস আহমেদ। অভিনয় গুণে কলকাতায়ও খ্যাতি কুড়িয়েছেন। ওপার বাংলার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এ কথা সবারই জানা। হঠাৎ খবর ছড়িয়েছে, কলকাতার আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্রর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ফেরদৌস আহমেদের। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা চলছে।
ফেরদৌস আহমেদের সঙ্গে সত্যিই কি শ্রীলেখার প্রেম ছিল? এই প্রশ্নের উত্তর জানতে ভারতীয় একটি গণমাধ্যম শ্রীলেখার সঙ্গে যোগাযোগ করে। বিষয়টি নিয়ে কথাও বলেছেন এই অভিনেত্রী।
এ বিষয়ে শ্রীলেখা মিত্র বলেন, “পরিচালক স্বপন সাহা বাংলাদেশের একটি সিনেমার জন্য আমার নাম বলেছিলেন। সিনেমাটির নাম ‘সিংহ পুরুষ’। ওই সিনেমায় দ্বিতীয় নায়কের চরিত্রে অভিনয় করেছিলেন ফেরদৌস। সিনেমার সূত্রে বাংলাদেশে যাওয়া ও ফেরদৌসের সঙ্গে পরিচয়। ফেরদৌস তখন পড়াশোনার পাশাপাশি অভিনয় করছেন। শান্ত-নম্র স্বভাবের ফেরদৌসকে দেখে ভালো লেগেছিল।”
বাংলাদেশ থেকে কলকাতায় যাওয়ার পর শ্রীলেখা একাধিক পরিচালকের ফোনকল পান। তাদের মধ্যে অন্যতম ছিলেন বাসু চ্যাটার্জি। তখন ‘হঠাৎ বৃষ্টি’ শিরোনামে সিনেমা নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন তিনি। সিনেমাটির নায়িকা শ্রীলেখা মিত্র আর নায়ক খুঁজছেন নির্মাতা।
এসব তথ্য উল্লেখ করে শ্রীলেখা মিত্র বলেন, “ফেরদৌসের কথা বাসুদাকে বলি। আমার সূত্রেই টলিউডে পা রাখেন ফেরদৌস। তার মানেই কি প্রেম! কারো নাম পরিচালককে বলার মধ্যে আর যাই থাক, প্রেম থাকে না। শুধু অভিনেতা নয়, আমি অনেক অভিনেত্রীর নামও পরিচালকদের বলি।”
ভদ্র, সুপুরুষ অভিনেতা ফেরদৌসের সঙ্গে কাজের সুবাদে বন্ধুত্ব হয় শ্রীলেখার। তবে এরপর আর তেমন যোগাযোগ ছিল না ফেরদৌসের সঙ্গে। কালেভদ্রে দেখা হলে কথা হত। এখন ফেরদৌসের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই বলেও জানান শ্রীলেখা।