1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
রাত্রিযাপনসহ পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন - দৈনিক প্রথম ডাক
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
খুলনায় ৮ দলের সমাবেশ সোমবার, ২ লাখ লোক সমাগমের আশা কিছু ব্যক্তির কুপরামর্শেই একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট: গোলাম পরওয়ার টাঙ্গাইলে বাবাকে হত্যায় ছেলের মৃত্যুদণ্ড কুড়িগ্রামে জমি নিয়ে সংঘর্ষে নিহত ৩ চট্টগ্রামে বিআরটিএ মাস্টার ইন্সট্রাক্টর প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন ইরাকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা অস্বীকার করল ইরান নোয়াখালীতে ৯ কোটি টাকা আত্মসাৎ, ব্যাংকের ব্যবস্থাপক গ্রেপ্তার গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, এককভাবে সরকার গঠনের দৌড়ে ১ নম্বরে জামায়াত: সেলিম উদ্দিন এশিয়ার ৩ দেশ থেকে দূতাবাস গুটিয়ে নিচ্ছে ফিনল্যান্ড ভারতের অনুমতির অপেক্ষায় বুড়িমারীতে আটকা ভুটানের পণ্য

রাত্রিযাপনসহ পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন

কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৪ বার দেখা হয়েছে
কক্সবাজার থেকে সেন্টমার্টিনে চলাচলকারী ‘কেয়ারি সিন্দাবাদ’ নৌযান।

কক্সবাজার প্রতিনিধি || দীর্ঘ ১০ মাস পর আবারও পর্যটকদের জন্য রাত্রিযাপনসহ খুলে দেওয়া হচ্ছে দেশের একমাত্র প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্টমার্টিন। আগামীকাল সোমবার (১ ডিসেম্বর) থেকে কক্সবাজারের নুনিয়ারছড়া জেটিঘাট হয়ে দ্বীপমুখী জাহাজ চলাচল শুরু হবে। তবে পরিবেশ রক্ষায় সরকার ঘোষিত ১২ নির্দেশনা কঠোরভাবে মেনে চলার শর্তে ডিসেম্বর ও জানুয়ারি- এই দুই মাস প্রতিদিন দুই হাজার পর্যটকের রাতযাপনের অনুমতি দেওয়া হয়েছে।

বঙ্গোপসাগরের বুকে ৮ বর্গকিলোমিটারের এই অনন্য দ্বীপে গত ১ ফেব্রুয়ারি থেকে পর্যটক প্রবেশ বন্ধ ছিল। পরিবেশ প্রতিবেশ সংরক্ষণে গত বছর থেকে নিয়ন্ত্রিত পর্যটন ব্যবস্থা চালু করে সরকার। সেই নীতিমালার আওতায় এবারও নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত সীমিত আকারে ভ্রমণের সুযোগ পাচ্ছেন দেশি–বিদেশি পর্যটকরা।

জাহাজ মালিক ও পর্যটন ব্যবসায়ীদের মতে, মিয়ানমারের রাখাইনে সংঘাতের কারণে ২০২৩ সাল থেকে টেকনাফের দমদমিয়া ঘাট দিয়ে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। পরে ইনানীর নৌবাহিনীর জেটিঘাট হয়ে চলাচল শুরু হলেও গত বছর থেকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ জেটি থেকেই সেন্টমার্টিনগামী জাহাজ পরিচালিত হচ্ছে।

সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম বাহাদুর জানান, ১ নভেম্বর থেকে দ্বীপে যাওয়ার অনুমতি থাকলেও রাতযাপনের অনুমতি না থাকায় পর্যাপ্ত যাত্রী পাওয়া যায়নি। ফলে জাহাজ চলাচল শুরু হয়নি। তবে ডিসেম্বর ও জানুয়ারি মাসে পূর্ণ প্রস্তুতি নিয়ে তারা আবারও যাত্রা শুরু করছেন। গত বছর এই দুই মাসে এক লাখের বেশি পর্যটক দ্বীপটি ভ্রমণ করেন।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শাহিদুল আলম জানান, এমভি কর্ণফুলি এক্সপ্রেস, এমভি বারো আউলিয়া, কেয়ারি সিন্দাবাদ ও কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন এই চারটি জাহাজকে সেন্টমার্টিন-কক্সবাজার রুটে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

মানতে হবে ১২ নির্দেশনা:
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত দ্বীপ ভ্রমণে ১২টি নির্দেশনা জারি করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো-
বিআইডব্লিউটিএ এবং মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কোনো নৌযান চলাচল করা যাবে না।
ট্যুরিস্টদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টাল থেকে অনলাইনে টিকিট কিউআর কোডসহ সংগ্রহ করতে হবে।
সৈকতে রাতে আলো জ্বালানো, উচ্চ শব্দ বা বারবিকিউ পার্টি করা– নিষিদ্ধ।
কেয়াবনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ, প্রবাল, কাছিম, পাখি, রাজকাঁকড়া, শামুক–ঝিনুকসহ জীববৈচিত্র্যের ক্ষতি করা যাবে না।
সৈকতে মোটরসাইকেল, সি–বাইকসহ মোটরচালিত যেকোনো যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ।
পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিক নেওয়া যাবে না; ৫০০ ও ১০০০ মিলিলিটারের প্লাস্টিক বোতল বহনেও নিরুৎসাহিত করা হয়েছে।

এদিকে রাত্রিযাপনসহ পর্যটকদের জন্য সেন্টমার্টিন উন্মুক্ত করে দেওয়ায় উচ্ছ্বাস বিরাজ করছে ওই দ্বীপে।
স্থানীয় পর্যটন ব্যবসায়ী তৈয়ব উল্লাহ বলেন, ‘‘দীর্ঘ ১০ মাস পর আলোর মুখ দেখতে যাচ্ছি। ১ ডিসেম্বর থেকে দেশের নানা প্রান্ত থেকে পর্যটকরা আমাদের সেন্টমার্টিন আসবেন। তাদের বরণে প্রস্তুত রয়েছি আমরা।’’

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুর আহমদ বলেন, ‘‘রাত্রিযাপনের সুবিধাসহ পর্যটকদের জন্য সেন্টমার্টিন উন্মুক্ত করায় এখনকার অর্থনীতি একটু ঘুরে দাঁড়াবে বলে আশা করছি। আমরা চাই শুধু দুই মাস নয়, অন্তত চার মাস পর্যটকদের জন্য রাত্রিযাপনসহ উন্মুক্ত করা হোক দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।’’

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আবদুল মান্নান জানান, সেন্টমার্টিনের পরিবেশ রক্ষায় জারি করা সব নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নে জেলা প্রশাসন মাঠে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT