1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
ইতিহাস গড়ে প্রথমবার এমএলএস কাপের ফাইনালে মায়ামি - দৈনিক প্রথম ডাক
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৯:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
খুলনায় ৮ দলের সমাবেশ সোমবার, ২ লাখ লোক সমাগমের আশা কিছু ব্যক্তির কুপরামর্শেই একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট: গোলাম পরওয়ার টাঙ্গাইলে বাবাকে হত্যায় ছেলের মৃত্যুদণ্ড কুড়িগ্রামে জমি নিয়ে সংঘর্ষে নিহত ৩ চট্টগ্রামে বিআরটিএ মাস্টার ইন্সট্রাক্টর প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন ইরাকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা অস্বীকার করল ইরান নোয়াখালীতে ৯ কোটি টাকা আত্মসাৎ, ব্যাংকের ব্যবস্থাপক গ্রেপ্তার গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, এককভাবে সরকার গঠনের দৌড়ে ১ নম্বরে জামায়াত: সেলিম উদ্দিন এশিয়ার ৩ দেশ থেকে দূতাবাস গুটিয়ে নিচ্ছে ফিনল্যান্ড ভারতের অনুমতির অপেক্ষায় বুড়িমারীতে আটকা ভুটানের পণ্য

ইতিহাস গড়ে প্রথমবার এমএলএস কাপের ফাইনালে মায়ামি

খেলাধুলা ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৬ বার দেখা হয়েছে

খেলাধুলা ডেস্ক || মেসির ইন্টার মায়ামি অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটাল। ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো তারা জায়গা করে নিল এমএলএস কাপের ফাইনালে। বাংলাদেশ সময় রোববার (৩০ নভেম্বর) সকালে ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে নিউ ইয়র্ক সিটি এফসিকে ৫–১ গোলে বিধ্বস্ত করে ফাইনালে নাম লেখায় দ্য হেরন্সরা।

ফাইনাল নিশ্চিত করার রাতে ইন্টার মায়ামির নায়ক ছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড তাদেও আলেন্দে। শুরুতেই ২৩ মিনিটে দুটি গোল করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। নিউ ইয়র্ক বিরতির ঠিক আগে জাস্টিন হাকের গোলে আশা দেখালেও, মায়ামির রক্ষণভাগ আর গোলরক্ষক রোকো রিয়োস নোভো তাতে বেশি বাড়তে দেয়নি।

দ্বিতীয়ার্ধে আগস্টে দলে যোগ দেওয়া মাতেও সিলভেত্তি মেসির দারুণ অ্যাসিস্ট থেকে দলকে ৩–১ করেন। বদলি হিসেবে নামার ১০ মিনিটের মাথায় গোল যোগ করেন তেলাসকো সেগোভিয়া। শেষদিকে আলেন্দে নিজের হ্যাটট্রিক সম্পন্ন করলে উৎসব আরো রঙিন হয়ে ওঠে। প্লে-অফে আট গোল করে, এর মধ্যে তিনবার মাল্টিগোল করে, তিনি হয়েছেন ম্যাচসেরাও।

ইন্টার মায়ামি প্রথম রাউন্ডে হারায় ন্যাশভিল এসসিকে, এরপর সেমিফাইনালে সিএফ সিনসিনাটিকে। এর আগে ২০২৪, ২০২২ ও ২০২০; কোনোবারই প্লে-অফের প্রথম রাউন্ড পেরোতে পারেনি তারা। সেই হতাশা ধুয়েমুছে এখন ইতিহাস রচনা করেছে দলটি।

রেগুলার সিজনে ইন্টার মায়ামি টেবিলে ছিল পূর্বাঞ্চলে তৃতীয়, পয়েন্ট ৬৫। আর পশ্চিমাঞ্চলের চ্যাম্পিয়ন ভ্যানকুভার হোয়াইটক্যাপস পায় ৬৩ পয়েন্ট। তাই ফাইনালের আয়োজক মেসিরাই। ভ্যানকুভার একই দিন সান ডিয়েগোতে ৩–১ গোলে জিতে তাদের প্রথম ওয়েস্টার্ন কনফারেন্স শিরোপা নিশ্চিত করেছে।

ম্যাচ শেষে ইস্টার্ন কনফারেন্সের শিরোপা হাতে তুলে ধরলেন লিওনেল মেসি। আর সেই মুহূর্তে ক্লাবের সহ-মালিক হোর্হে মাস মনে করিয়ে দিলেন, কাজ এখনো শেষ হয়নি, “আর মাত্র একটা ম্যাচ। আরেকটি ট্রফি।” তিনি আরও বলেন, “এই শিরোপা মায়ামির মানুষদের জন্য, আমাদের ‘লা ফামিলিয়া’ সমর্থকদের জন্য। ক্লাব অসাধারণ প্রচেষ্টা করেছে। কিন্তু এটাই শেষ নয়, একটা শেষ ধাপ বাকি।”

মায়ামির কোচ জাভিয়ের মাসচেরানোর চোখ অবশ্য এখন বড় ট্রফিতে। তিনি বলেন, “এই টুর্নামেন্টে নিয়মিত মৌসুম আর প্লে-অফ-দুটোই আসলে আলাদা লড়াই। আজকের এই অর্জন স্মরণীয় থাকবেই। তবে আসল পুরস্কারটি এখনো আমাদের সামনে।” এদিন গুরুত্বপূর্ণ এই ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন টেনিস তারকা কার্লোস আলকারাজসহ যুক্তরাষ্ট্র নারী দলের কয়েকজন সদস্যও। মেসিদের জয়গাথা মাঠে বসেই দেখলেন তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT