1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
গোছানো ‘সংসার’ ভাঙতে চান না লিটন - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

গোছানো ‘সংসার’ ভাঙতে চান না লিটন

খেলাধুলা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৫২ বার দেখা হয়েছে

খেলাধুলা প্রতিবেদক || দলটাকে পরিবার বানিয়ে ফেলেছেন বোঝা যায় তার কণ্ঠে। কখনো সতীর্থকে শাসন করেছেন। আবার কখনো তার অনুপস্থিতিতে পুরো রাজ‌্যকে প্রতিপক্ষ বানিয়েছেন। নিজের সংসার, নিজের গোছানো সবকিছু তার খুব প্রিয়। যেখানে সামান‌্যতম আঁচড়ও তার পছন্দ হয় না।

নির্বাচকরা যখন শামীম হোসেন পাটোয়ারীকে বাদ দেন, অধিনায়ক লিটন জ্বলে উঠেন। সহযোদ্ধাকে না পাওয়ার যন্ত্রণা অনুভব করেন। আগলে রাখতে না পারার কষ্ট প্রকাশ করে দেন। অধিনায়ক হিসেবে যে কাজটা করার প্রয়োজন সেটা না পেরে বরং সরে দাঁড়ানোর প্রচ্ছন্ন হুমকিও দিয়ে দেন এভাবে, ‘‘বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকি কি না দেখেন।’’

শামীমকে নিয়ে কোচ-অধিনায়ক ও নির্বাচকদের দ্বন্দ্বের প্রভাব আয়ারল‌্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জুড়েই ছিল। শেষ টি-টোয়েন্টিতে তাকে ফিরিয়ে একাদশেও নেওয়া হয়। তাতে হাসি ফোটে লিটনের মুখে। দল সিরিজ জিতে যাওয়ায় লিটনের বুক চওড়া হয়ে যায়। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষ ম‌্যাচে লিটনের এই অর্জন, গর্জন নিশ্চিতভাবেই আত্মবিশ্বাস বাড়িয়ে দিচ্ছে।

পারফরম‌্যান্স নিয়ে লিটনের উচ্চবাচ‌্য কখনোই শোনা যায় না। মাঠে তার রাগান্বিত ভাব যেটাই দেখা যায় সেটা ওখান পর্যন্তই সমীবদ্ধ। সর্বোচ্চ ড্রেসিংরুমের গ্রুপ মিটিং। এর বাইরে পারফরম‌্যান্স নিয়ে খুব একটা কথা বলেন না। তার বিশ্বাস, ‘‘সব খেলোয়াড় সব দিন পারফর্ম করবে না। অফ ডে থাকতে পারে।’’ ঠিক তেমনই বিশ্বাস করেন, ‘‘যেদিন যে ভালো শুরু পাবে তার দায়িত্ব সেটা টেনে বড় করা এবং দলে কাজটা শেষ করা।’’

পরীক্ষিত পারফর্মার শামীমকে পারফরম‌্যান্সের কারণেই নির্বাচকরা বাদ দিয়েছিলেন। সবশেষ পাঁচ ইনিংসে ১, ১, ০, ৩৩, ০ এই রান করেছেন শামীম। এর আগে কার্যকরী ইনিংস ছিল। কিন্তু দল থেকে বাদ পড়ার পর যথেষ্ট কারণ ছিল। কিন্তু পুরোনো কার্যকারী ইনিংসের কারণেই লিটন শামীমকে আগলে রাখতে চেয়েছিলেন।

প্রশ্ন আসতে পারে কেন?
উত্তরটা খুব সহজ, অধিনায়কত্ব পাওয়ার পর এই দলটাকে লিটন গড়েছেন নিজের মতো করে। ঘুরিয়ে ফিরিয়ে ১৫-১৬ জনের স্কোয়াডের প্রায় প্রত‌্যেককে সুযোগ দিয়েছেন। বাজিয়ে দেখেছেন। নিজের অনুপস্থিতিতেও তার ইনপুট ছিল গোটা দলের ওপর। আগামী বছরের টি-টোয়েন্টি পর্যন্ত তার দায়িত্ব। বড় পরিকল্পনা, বড় কিছুর খোঁজে নিজের মতো দলটাকে গুছিয়েছেন তিনি।

সেই দলে নির্বাচকদের কাটাছেঁড়া অধিনায়ক মানতে পারেননি। তাইতো হিট অব দ‌্য মোমেন্টে অভিমানে কণ্ঠে সরে যাওয়ার কথাও বেরিয়ে যায়। কিন্তু সিরিজ জয়ের পর সব অভিমান হাওয়ায় উড়ে গেল। নিজ থেকেই বলে দিলেন, যে গন্তব‌্যে পৌঁছানোর জন‌্য এতো অযুত-নিযুত ঘামবিন্দু ঝরিয়েছেন তিনি তার শেষটাও দেখতে চান। অধিনায়কত্বের বিশাল দায়িত্ব থেকে সরে যেতে চান না,

‘‘আমি জানিনা এই কথাটা কেন আসছে, আমি তো গণমাধ‌্যমে বলিনি। না না, এরকম কোনো কিছু না। এটা একটা বিশাল দায়িত্ব। এটা যে কোনো মানুষ, যে কোনো সময় ছাড়তে পারে না এবং কোনো ক্রিকেট খেলোয়াড় এই জিনিসটা করবে না। প্রকৃতপক্ষে আমিও করবো না।’’ ‘‘এতদিন ধরে একটা দলকে এই জায়গাটায় টেনেছি। এই জায়গায় নিয়ে এসে দলটাকে গোছানো হয়েছে। প্রত্যেকটা খেলোয়াড়ের একটা স্বপ্ন থাকে বিশ্বকাপ। ওই জায়গা থেকে বলব যে, না কখনো এই (অধিনায়কত্ব থেকে সরে যাওয়া) জিনিস হবে না।’’

২-১ ব‌্যবধানে সিরিজ জিতে লিটনের মুখে হাসি ফুটেছে। সঙ্গে তার অধিনায়কত্বে দারুণ রেকর্ডও হয়েছে। ৩০ ম‌্যাচে ১৫ জয়, ১৪ হারকে সঙ্গী করে বছর শেষ করলো বাংলাদেশ। টি-টোয়েন্টি ক্রিকেটে জয়-পরাজয়ের হিসেব বিবেচনায় সফলতম বছর কাটাল বাংলাদেশ। জয়-পরাজয়ের অনুপাত ১.০৭১। গড় ২৩.৩২। গত বছর ২৪ ম‌্যাচে ১২ জয় ছিল বাংলাদেশের। হেরেও ছিল ১২ ম‌্যাচ। জয়-পরাজয়ের অনুপাত ছিল ১.০০০। গড় ২০.৮০।

আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম‌্যাটের পারফরম‌্যান্সের ধারাবাহিকতা, আত্মবিশ্বাস নিশ্চিতভাবেই কাজে লাগবে বাংলাদেশের। দলটির বাড়তি জ্বালানি হিসেবে থাকবে, লিটনের সাজানো ‘সংসার।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT