1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
সিলেটে বাম জোটের মিছিলে পুলিশের বাধা, ব্যারিকেডের মধ্যেই সমাবেশ - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

সিলেটে বাম জোটের মিছিলে পুলিশের বাধা, ব্যারিকেডের মধ্যেই সমাবেশ

সিলেট প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫৯ বার দেখা হয়েছে

সিলেট প্রতিনিধি || চট্টগ্রাম বন্দরের পরিচালনা বিদেশি অপারেটরদের হাতে তুলে দেওয়ার প্রতিবাদের অংশ হিসেবে সিলেটে বাম জোটের মিছিল পুলিশি বাধার মুখে পড়ে। বাধা সত্ত্বেও ব্যারিকেডের ভেতরেই বিক্ষোভ সমাবেশ করেন সংগঠনটির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকাল সাড়ে চারটার দিকে নগরীর চৌহাট্টায় এ ঘটনা ঘটে।

বাম জোট সূত্রে জানা যায়, চট্টগ্রামের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠান, ডিপি ওয়ার্ল্ডের হাতে দেওয়ার উদ্যোগের বিরুদ্ধে ঢাকায় বাম জোট ও ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দেয়। এর প্রতিবাদে তাৎক্ষণিক সিলেটেও মিছিল বের করে বাম জোট।

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হওয়ার পরই পুলিশ চৌহাট্টায় ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও শেষ পর্যন্ত ব্যারিকেডের মধ্যেই সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করেন নেতাকর্মীরা।

বক্তারা অভিযোগ করেন, দেশের ওপর ‘সাম্রাজ্যবাদের নগ্ন থাবা’ বিস্তারের সুযোগ করে দিচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকার। তারা বলেন, সরকারের প্রধান কাজ হওয়া উচিত জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। তার পরিবর্তে এখতিয়ার বহির্ভূতভাবে গুরুত্বপূর্ণ বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।

সমাবেশে উপস্থিত ছিলেন কমিউনিস্ট পার্টি সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক খায়রুল হাসান, বাম নেতা অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, বাসদ সিলেট জেলার আহ্বায়ক আবু জাফর, সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার সমন্বয়ক সঞ্জয় কান্ত দাস, বাংলাদেশ জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির আহমদসহ বাম জোটের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT