1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
বেগম জিয়া অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন: টুকু - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

বেগম জিয়া অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন: টুকু

টাঙ্গাইল প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৮৪ বার দেখা হয়েছে
টাঙ্গাইলের যুগনী হাটখোলা মাঠে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য আয়োজিত দোয়া অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন সুলতান সালাউদ্দিন টুকু

টাঙ্গাইল প্রতিনিধি || টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির প্রার্থী ও দলটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‍“বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরাচারের পতন ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছিল। বেগম জিয়া অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন।”

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সদর উপজেলার যুগনী হাটখোলা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সালাউদ্দিন টুকু বলেন, “স্বৈরাচার পতনের পর বেগম খালেদা জিয়া বিএনপির দায়িত্ব গ্রহণ করেন। তিনি প্রথমে দলকে সুসংগঠিত করেন, এরপর দেশের মানুষকে সংগঠিত করেছিলেন। স্বৈরাচার এরশাদকে হটিয়ে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন খালেদা জিয়া।”

তিনি বলেন, “খালেদা জিয়া কখনোই অন্যায়ের কাছে মাথানত করেননি। নিজে নির্যাতন ভোগ করেছেন, জুলুম নিজের ঘাড়ে নিয়েছেন, কিন্তু কখনোই তিনি অন্যায়ের কাছে আপোষ করেননি।”

খালেদা জিয়ার সুস্থতার বিষয়ে বিএনপির এই নেতা বলেন, “বাংলাদেশের সাবেক সফল প্রধানমন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন। তার সুস্থতা কামনায় মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপাসানলয়ে দোয়া ও প্রার্থনা হচ্ছে। পুরো বাংলাদেশের মানুষ এক হয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করছেন। দেশের মানুষের স্বার্থেই খালেদা জিয়ার সুস্থতা জরুরি।”

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার রাশেদুল আলম ও শফিকুর রহমান খান শফিক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT