1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
লন্ডনে ঢালিউড অ্যাওয়ার্ডের আয়োজন করবে চলচ্চিত্র পরিচালক সমিতি - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

লন্ডনে ঢালিউড অ্যাওয়ার্ডের আয়োজন করবে চলচ্চিত্র পরিচালক সমিতি

বিনোদন প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৪৫ বার দেখা হয়েছে

বিনোদন প্রতিবেদক || বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা ফেস্ট ও ঢালিউড অ্যাওয়ার্ড (বিএফডিএ)–২০২৬’। রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে এফডিসির ৮ নম্বর ফ্লোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ উদ্যোগের আনুষ্ঠানিক ঘোষণা দেন সংগঠনের নেতৃবৃন্দরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন, মহাসচিব শাহীন কবির টুটুল, বিশ্ববিখ্যাত শেফ ও এমবিই সম্মানপ্রাপ্ত টমি মিয়া, যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম এবং এটিএন বাংলার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (অনুষ্ঠান) তাসিক আহমেদ।

সমিতির পক্ষ থেকে জানানো হয়, টমি মিয়া এমবিই–এর সহযোগিতায় আগামী বছরের অক্টোবর মাসে লন্ডনে অনুষ্ঠিত হবে ‘টমি মিয়া’স ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’। এতে বাংলাদেশ থেকে অংশ নেবেন একঝাঁক জনপ্রিয় তারকা।

আয়োজন সম্পর্কে সভাপতি শাহীন সুমন বলেন, “এই উৎসব বাংলাদেশি সিনেমাকে আন্তর্জাতিক অঙ্গনে আরো শক্তভাবে তুলে ধরবে। পাশাপাশি স্থানীয় প্রতিভা ও বৈশ্বিক দর্শকের মাঝে নতুন সেতুবন্ধন তৈরি করবে।”

চিত্রনায়ক বাপ্পারাজ, নিরব হোসেন, চিত্রনায়িকা অপু বিশ্বাস, সংগীতশিল্পী মেহরীন, পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, সালাউদ্দিন লাভলু, দেওয়ান নজরুল, গাজী মাহবুব, দেবাশীষ বিশ্বাস, বুলবুল বিশ্বাস, অপূর্ব রানা, সায়মন তারেকসহ চলচ্চিত্র অঙ্গনের আরো অনেকে এ সময় উপস্থিত ছিলেন।

ব্রিটিশ ও বাংলাদেশি খাবারের বিশ্বদূত হিসেবে পরিচিত টমি মিয়া এমবিই দীর্ঘ তিন দশক ধরে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি রান্নাকে প্রচার করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT