1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
লাখাইয়ে জলমহালকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ২০ - দৈনিক প্রথম ডাক
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:০৬ অপরাহ্ন

লাখাইয়ে জলমহালকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ২০

হবিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৪ বার দেখা হয়েছে
লাখাই থানা, হবিগঞ্জ (ফাইল ফটো)

হবিগঞ্জ প্রতিনিধি || হবিগঞ্জের লাখাই উপজেলায় জলমহালকে কেন্দ্র করে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার (৮ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার টাউনশিপ এলাকার সড়কে দফায় দফায় সংঘর্ষ চলে।

এলাকাবাসী জানান, ধলেশ্বরী নদীর তীরে ‘খাঞ্জা বিল’ জলমহালকে কেন্দ্র করে লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ আহমেদ রূপম ও স্থানীয় হারিছ মিয়ার দীর্ঘদিনের দ্বন্দ্ব নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। চলতি অর্থবছরে বিলটির লিজ রূপম পাওয়ায় হারিছ পক্ষ উচ্চ আদালতে রিট করে স্থগিতাদেশ নেয়, ফলে পরিস্থিতি আরো চরমে ওঠে।

আজ সকাল থেকে দুপুর পর্যন্ত লাখাইয়ের টাউনশিপ এলাকায় দুই পক্ষ সড়ক দখলে নিয়ে সংঘর্ষে জড়ায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এক পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হন। তাদের হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতাল ও লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

লাখাই থানার পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ চন্দ্র বিশ্বাস বলেন, “খাঞ্জা বিল নিয়ে বিরোধ দীর্ঘদিনের। নতুন করে সংঘর্ষ বাধলে পরিস্থিতি নিয়ন্ত্রণে যায় পুলিশ। এসময় এক পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন। ঘটনার তদন্ত চলছে, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT