1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
ঢাকা-মাওয়া একপ্রেসওয়েতে দুর্ঘটনায় নিহত ১ - দৈনিক প্রথম ডাক
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আইকিউ এসি চতুর্থ বর্ষের কর্মশালা অনুষ্ঠিত বিপিএলে খেলতে ১০ ক্রিকেটারকে ছাড়পত্র দিল পাকিস্তান যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে আবারো বন্দুক হামলা, শিক্ষার্থী নিহত নির্বাচন করব, তবে পদত্যাগের বিষয়ে এই মুহূর্তে কিছু বলতে পারব না : আসিফ মাহমুদ এনসিপির প্রার্থী তালিকায় নেই রিকশাচালক সুজন নির্বাচন ঘিরে সরগরম কেরাণীগঞ্জের রাজনীতি চট্টগ্রাম-১০ আসনে এনসিপির মিশমা লড়বেন আমীর খসরুর সাথে নরসিংদীর রায়পুরায় বিশেষ কম্বিং অপারেশন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ঝরে পড়া শিক্ষার্থীদের শেষ ভরসা দীঘিনালা মাইনী স্কুল অ্যান্ড কলেজ ৩৬ ঘণ্টার যুদ্ধে শত্রুমুক্ত হয় মাদারীপুর

ঢাকা-মাওয়া একপ্রেসওয়েতে দুর্ঘটনায় নিহত ১

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৫ বার দেখা হয়েছে
শ্রীনগর ফায়ার স্টেশনের সদস্যরা হতাহতদের উদ্ধার করে।

মুন্সীগঞ্জ প্রতিনিধি || ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন জন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জোবায়দা বেগম (৫০) শ্রীনগর উপজেলার বাড়ৈখালী শিবরামপুর এলাকার এখলাছ উদ্দিনের স্ত্রী।

আহতরা একই উপজেলার ওমপাড়া বাগমাড়ি এলাকার দেলোয়ার শিকদার এর স্ত্রী আশুদা বেগম (৫৪), আলমপুর গ্রামের মহসিন(৪৫) এবং সিরাজদিখান উপজেলার শেখেরনগর গ্রামের শাহাদাত শেখের ছেলে আব্দুর মহিম।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, মঙ্গলবার সকালে একটি নোহা মাইক্রোবাস একপ্রেসওয়ের সার্ভিস সড়ক দিয়ে ঢাকার দিকে যাচ্ছিলো। আপরদিকে দুর্ঘটনা কবলিত অটোরিকশাটি শ্রীনগর উপজেলার দিকে যাচ্ছিল।

পথে ষোলঘর এলাকায় অটোরিকশাটিকে সামনে থেকে ধাক্কা দেয় একটি নোহা গাড়ি। এ ঘটনায় একজন নিহতসহ তিন জন গুরুতর আহত হন। শ্রীনগর ফায়ার স্টেশনের সদস্যরা সবাইকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, “ষোলঘর এলাকায় দুর্ঘটনায় এক অটো যাত্রী নিহত হয়েছে। ঘটনার পর মাইক্রোবাসটির মালিক পালিয়ে গেছে। তবে ঘাতক গাড়িটি আমাদের জিম্মায় রয়েছে। নিহতের মরদেহ শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT