পটুয়াখালী প্রতিনিধি || পটুয়াখালীর বাউফলে গলায় কলা আটকে মোতালেব (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামের বাড়িতে মারা যায় সে। মোতালেব সোহেল প্যাদার ছেলে।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. গোলাম মুস্তাহিদ তাসরিফ বলেন, “এর আগেও গলায় কলা আটকে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। আমাদের ধারাণা, গলায় কলা আটকে শ্বাসরোধে শিশুটি মারা গেছে। হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল শিশুটিকে।”
এলাকাবাসী জানান, আজ দুপুর ১২টার দিকে মোতালেব ও তার বড় বোন মরিয়ম (৭) বাড়ির উঠানে খেলা করছিল। এসময় মরিয়ম মোতালেবকে কলা খাওয়াতে যায়। আস্ত কলা মোতালেবের গলায় আটকে যায়। গুরুতর অবস্থায় পরিবারের সদস্যরা তাকে বাউফল হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক মোতালেবকে মৃত ঘোষণা করেন।