বিনোদন প্রতিবেদক || শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। দীর্ঘ দুই যুগের বেশি সময় ধরে সুরের জাদুতে সংগীতপ্রেমীদের মুগ্ধ করে আসছেন। এবার সংগীত জীবনের ইতি টানার ইঙ্গিত দিলেন এই শিল্পী। কয়েক দিন আগে অস্ট্রেলিয়ায় একটি লাইভ কনসার্টে তাহসান জানান, ধীরে ধীরে সংগীত ক্যারিয়ার গুটিয়ে নিচ্ছেন।
সংগীত ক্যারিয়ারের রজত জয়ন্তীর বিশেষ মুহূর্ত উদ্যাপন উপলক্ষে বর্তমানে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন তাহসান খান। সেখানে স্টেজে দাঁড়িয়ে তাহসান খান বলেন, “অনেক জায়গায় লেখালেখি হচ্ছে, এটি আমার লাস্ট কনসার্ট। আসলে এটাই লাস্ট কনসার্ট না, তবে আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটা গুটিয়ে ফেলব। মেয়ে বড় হচ্ছে, এখন কি দাড়ি রেখে স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করতে ভালো লাগে?”
এ ঘোষণার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে দেখা যায়, তাহসানের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি নিজেই নিশ্চিত করেছেন, সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করেছেন।
প্রসঙ্গত, ছায়ানট থেকে ছয় বছর রবীন্দ্রসংগীত শিখেন তাহসান। ১৯৯৮ সালে বন্ধুদের সঙ্গে মিলে গঠন করেন ব্যান্ডদল ব্ল্যাক। পরবর্তীতে ব্যান্ড থেকে আলাদা হয়ে নিজের গানের আলাদা ধারা তৈরি করেন তাহসান।