1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
কী কী প্রম্পট দিলে নতুন যুগের ফটো এডিটিং আরো সহজ হয়ে যাবে জেমিনিতে? - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৩:০৬ পূর্বাহ্ন

কী কী প্রম্পট দিলে নতুন যুগের ফটো এডিটিং আরো সহজ হয়ে যাবে জেমিনিতে?

তথ্য প্রযুক্তি ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৪৯ বার দেখা হয়েছে
ছবি: সংগৃহীত

তথ্য প্রযুক্তি ডেস্ক || সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটারদের জন্য দ্রুত বদলে যাচ্ছে নিয়ম। গুগলের জেমিনি এআই এখন হাতে এনে দিচ্ছে অত্যাধুনিক ফটো এডিটিংয়ের ক্ষমতা। কৃত্রিম বুদ্ধিমত্তার এই নতুন প্রজন্ম একদিকে মানব কল্পনাশক্তি, অন্যদিকে মেশিনের সূক্ষ্ম নির্ভুলতাকে একসঙ্গে মিশিয়ে দিচ্ছে। ফলে কনটেন্ট ক্রিয়েটর, মার্কেটার ও ইনফ্লুয়েন্সাররা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি হারে এআই-চালিত সৃজনশীলতাকে কাজে লাগাচ্ছেন।

ব্র্যান্ড ভিজ্যুয়াল ডিজাইন, ভাইরাল কনটেন্ট তৈরি বা কেবল ইনস্টাগ্রামের গ্রিডকে আরো আকর্ষণীয় করে তুলতে চান, যেকোনো ক্ষেত্রেই জেমিনি এআইয়ের প্রম্পট-ভিত্তিক এডিটিং যেন অমূল্য রতন। মাত্র কয়েকটি শব্দ লিখেই ব্যবহারকারীরা এমন সব উচ্চমানের, স্টাইলিশ ভিজ্যুয়াল তৈরি করতে পারছেন, যা একসময় ঘণ্টার পর ঘণ্টা হাতে করে এডিট করতে হতো।

সম্প্রতি ভাইরাল হওয়া ‘ন্যানো বানানা’ ট্রেন্ডের মতোই এখন ছবি এডিটিংয়েও জেমিনি এআইয়ের ব্যবহার বাড়ছে। এই ট্রেন্ডে ছবিকে রূপ দেওয়া হয় থ্রিডি ফিগারিনে।

গুগল জেমিনি এআই দিয়ে ছবি এডিট করার জন্য দশটি দারুণ প্রম্পট সামনে এসেছে, যা বিভিন্ন ধরনের ছবির ক্ষেত্রে সহজেই ব্যবহার করা যায়। আপনিও ব্যবহার করতে পারেন এগুলো—

ছবির মুড পরিবর্তন করুন (যেমন— উজ্জ্বল ও আনন্দময়, কিংবা অন্ধকার ও রহস্যময়)

রংগুলোকে আরো উজ্জ্বল ও প্রাণবন্ত করুন, তবে অপ্রাকৃতিক যেন না লাগে।

ব্যাকগ্রাউন্ড থেকে অপ্রয়োজনীয় বস্তু (যেমন- তারের জট, ডাস্টবিন) সরিয়ে ফেলুন।

বিষয়বস্তুকে সামনে আনার জন্য ব্যাকগ্রাউন্ড ব্লার করুন, ঠিক যেন প্রফেশনাল পোর্ট্রেট মোড।

ছবিকে ওয়াটারকালার, কয়লার স্কেচ বা অয়েল পেইন্টিংয়ের মতো শিল্পশৈলীতে রূপ দিন।

দৃশ্যে নরম সকালের কুয়াশা, উষ্ণ সূর্যের আলো বা হালকা তুষারপাত যোগ করুন।

নির্দিষ্ট টেক্সচার বা প্যাটার্ন (যেমন- ইটের দেওয়াল, কাপড়ের সূক্ষ্ম নকশা) আরো স্পষ্ট করুন।

আকাশ বদলে দিন, যেমন- মেঘলা দিনের পরিবর্তে তারাভরা রাত বা জ্বলন্ত সূর্যাস্ত।

বাস্তবতার ছোঁয়া আনতে হালকা প্রতিফলন বা ছায়া যোগ করুন।

ছবিকে ভিনটেজ লুক দিতে সেপিয়া টোন ও সূক্ষ্ম ভিনিয়েট প্রয়োগ করুন।

এই প্রম্পটগুলোর মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটার বা যে কেউ ম্যানুয়াল এডিটিং এড়িয়ে সরাসরি ভালো মানের ছবি পেতে পারেন। আলো, স্টাইল, টোন থেকে শুরু করে কম্পোজিশন—সব কিছুই সামলে নিচ্ছে এআই।

সূত্র : দ্য ওয়াল

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT