1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
আপনার ফোনে ভাইরাস আছে কি না বুঝবেন কীভাবে? - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০২:৪৯ অপরাহ্ন

আপনার ফোনে ভাইরাস আছে কি না বুঝবেন কীভাবে?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৩৪ বার দেখা হয়েছে
ফোনে বিভিন্নভাবে ভাইরাস ঢুকে যাচ্ছে

তথ্যপ্রযুক্তি ডেস্ক || ফোনে বিভিন্নভাবে ভাইরাস ঢুকে যাচ্ছে। হ্যাকাররা এই ভাইরাসের মাধ্যমে ফোনের দখল নিয়ে ব্যবহারকারীকে ব্ল্যাকমেইল করছে। আবার ফোনের নানান সমস্যা সৃষ্টি করতে পারে ভাইরাস। ফোন হ্যাং হওয়া, চার্জ দ্রুত শেষ হওয়া, নেটওয়ার্ক ঠিকভাবে কাজ না করা ভাইরাসের কারণেও হতে পারে।

তাই আপনার ফোনে ভাইরাস আছে কি না তা বোঝার উপায় জেনে রাখুন।

১. প্রথমেই খেয়াল করুন আপনার ফোনে অস্বাভাবিকভাবে ইন্টারনেটের ডাটা খরচ হচ্ছে কি না। বার বার স্বাভাবিকের থেকে প্রচুর ডাটা প্যাক খরচ হলে বুঝে যাবেন মোবাইল ভাইরাস ঢুকেছে।

২. আপনার ফোনের ব্যাটারি খুব তাড়াতাড়ি নষ্ট হলে বুঝবেন ফোন ভাইরাসে আক্রান্ত। তাই বার বার ব্যাটারি চার্জ করতে হচ্ছে।

৩. যদি দেখেন ফোনে সন্দেহজনক বিজ্ঞাপন আসা শুরু হয়েছে। বার বার এই ধরনের বিজ্ঞাপন আপনার কাজে বাধা দেবে।

৪. অনেক সময় নতুন ফোনের স্ক্রিনে অদ্ভুত চেহারা হয়ে যাবে। হোম স্ক্রিন বার বার বদলে যাবে।

৫. আপনি ফোনের স্বাভাবিক গতি আর পাবেন না। ফোন হ্যাং হতে শুরু করবে।

স্মার্টফোনের এই লক্ষণ বুঝিয়ে দেবে ডিভাইসে ভাইরাস ঢুকেছে। এবার জেনে নিন ফোন থেকে ভাইরাস দূর করবেন কীভাবে

১. সম্প্রতি ইনস্টল করা অ্যাপগুলো পরীক্ষা করুন ও অপ্রয়োজনীয় অ্যাপগুলো ফোন থেকে সরান।

২. আপনার ফোনের সেটিংস থেকে আপনার ব্রাউজার ক্যাশে পরিষ্কার করুন।

৩. আসল অ্যান্টি-ভাইরাস সফটওয়্যার নিন। যা ক্রমাগত অ্যাপ্লিকেশন ও সফটওয়্যার স্ক্যান করবে তেমনই অ্যান্টি-ভাইরাস নিন।

৪. যদি এর কোনটি কাজ না করে, ব্যাটারি ড্রেন ঠিক করতে ও মেরামত করতে ফ্যাক্টরি রিসেট করুন। ফ্যাক্টরি রিসেট করার আগে, আপনি ডিভাইস থেকে আপনার গুরুত্বপূর্ণ ফাইলগুলোর ব্যাকআপ নিয়ে নিন।

সূত্র: গ্যাজেট ৩৬০

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT