1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
মা হতে যাচ্ছেন সোনাক্ষী? - দৈনিক প্রথম ডাক
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন

মা হতে যাচ্ছেন সোনাক্ষী?

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৩৩ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক || দীর্ঘ ৭ বছর ডুবে ডুবে জল খেয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও অভিনেতা জহির ইকবাল। গত বছরের ২৩ জুন দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন এই প্রেমিক যুগল।

বিয়ের ৬ মাস পূর্ণ হওয়ার আগেই গুঞ্জন উঠেছিল, মা হতে যাচ্ছেন সোনাক্ষী। যদিও তা উড়িয়ে দেন এই দম্পতি। ফের গুঞ্জন উড়ছে—সোনাক্ষী সিনহা অন্তঃসত্ত্বা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেন সোনাক্ষী-জহির। এক পর্যায়ে ক্যামেরার সামনেও পোজ দেন এই জুটি। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরই মূলত সোনাক্ষীর অন্তঃসত্ত্বা হওয়ার চর্চা শুরু হয়।

এ ভিডিওতে দেখা যায়, সোনাক্ষীর পরনে লাল ও সাদা রঙের এমব্রয়ডারি আনারকলি ড্রেস। এর সঙ্গে রং মিলিয়ে বেছে নিয়েছেন দোপাট্টা। এ মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের একটাই প্রশ্ন—“সোনাক্ষী কী অন্তঃসত্ত্বা?” কেউ কেউ বলছেন, বেবি আসছে। অনেকে আবার এই দম্পতিকে শুভেচ্ছাও জানিয়েছেন।

সোনাক্ষীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন নিয়ে নানা চর্চা চললেও এখনো নীরবতা ভাঙেননি সোনাক্ষী কিং জহির। তবে এর আগে যখন একই গুঞ্জন চাউর হয়েছিল, তখন দ্য কার্লি টলস-কে হাসতে হাসতে সোনাক্ষী সিনহা বলেছিলেন, “পরিষ্কারভাবে বলতে চাই, আমি অন্তঃসত্ত্বা নই। আমি মোটা হয়েছি। সেদিন একজন জহিরকে অভিনন্দন জানিয়েছে। আমরা কি আমাদের বিবাহিত জীবনকে উপভোগ করব না?”

৩৭ বছরের সোনাক্ষী হিন্দু ধর্মের অনুসারী আর ৩৫ বছর বয়সি জহির ইকবাল মুসলিম। দু’জন দুই ধর্মের অনুসারী হওয়ায় বিষয়টি নিয়ে বিয়ের আগেই চর্চা শুরু হয় নেট দুনিয়ায়। তারপর খবর চাউর হয়, ইসলাম ধর্ম গ্রহণ করবেন সোনাক্ষী সিনহা। কিন্তু এসব খবর সত্যি নয়। বরং তারা ভারতের স্পেশাল ম্যারেজ অ্যাক্ট ১৯৫৪ অনুযায়ী বিয়ে রেজিস্ট্রি করেন।

তথ্যসূত্র: দ্য ফ্রি প্রেস জার্নাল

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT