1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
কলকাতায় একসঙ্গে চঞ্চল-ফারিণ - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ১১:১১ অপরাহ্ন

কলকাতায় একসঙ্গে চঞ্চল-ফারিণ

বিনোদন প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ২৫ বার দেখা হয়েছে
চঞ্চল চৌধুরী ও তাসনিয়া ফারিণ

বিনোদন প্রতিবেদক || কলকাতায় দেখা গেল ঢালিউডের দুই জনপ্রিয় মুখ চঞ্চল চৌধুরী ও তাসনিয়া ফারিণকে। টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিকের আমন্ত্রণে তার নতুন সিনেমা ‘স্বার্থপর’-এর বিশেষ প্রদর্শনীতে উপস্থিত হয়েছিলেন তারা। দুই বাংলার এই তারকাদের উপস্থিতিতে উজ্জ্বল হয়ে উঠেছিল পুরো অনুষ্ঠানস্থল। তাদের বন্ধুত্বপূর্ণ মুহূর্ত এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

বর্তমানে চঞ্চল চৌধুরী ব্যস্ত ব্রাত্য বসুর পরিচালনায় ‘শিকড়’ সিনেমার শুটিংয়ে। অন্যদিকে, তাসনিয়া ফারিণ প্রস্তুতি নিচ্ছেন নতুন একটি প্রজেক্টের। অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’ দিয়ে টলিউডে অভিষেকের পর থেকে ফারিণের কলকাতায় গমন প্রতিবারই আলোচনার জন্ম দিয়েছে। ফলে, এবার দুজনকে একই ফ্রেমে দেখে শুরু হয়েছে নানা জল্পনা।

এই দেখা হওয়ার কারণ জানতে চাইলে চঞ্চল চৌধুরী হেসে বলেন, “পুরোটাই কাকতালীয়। আমি জানতাম না ফারিণ এখানে আছে, সেও জানত না আমি এসেছি। আমি টোনিদার (পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী) সঙ্গে মিটিংয়ের জন্য এসেছিলাম, তাসনিয়াও একই কারণে এসেছে। পরে দেখা হয়ে গেল—বেশ মজার এক কাকতালীয় ঘটনা।”

তবে এখানেই থেমে থামেনি আলোচনা। গুঞ্জন উঠেছে, অনিরুদ্ধ রায় চৌধুরীর নতুন প্রজেক্টে একসঙ্গে দেখা যেতে পারে এই দুই তারকাকে। এ বিষয়ে প্রশ্ন করা হলে চঞ্চল ও ফারিণ দুজনেই হাসিমুখে বলেন, “এখনো কিছু চূড়ান্ত হয়নি। তবে কথা চলছে, আশা করি একসঙ্গে কাজ করব।”

টোনিদার সঙ্গে ব্রাঞ্চ করার কথা স্মরণ করে চঞ্চল বলেন, “টোনিদার সঙ্গে আজ আমরা ব্রাঞ্চ করেছি। আসলে সবাই দেরি করে উঠি, তাই ব্রেকফাস্ট আর লাঞ্চ একসঙ্গেই করেছি। নানা বিষয়ে গল্প হয়েছে। তিনিই আমাদের এখানে আসতে বলেছেন, কোয়েলও আমন্ত্রণ জানিয়েছিলেন। এখন ‘স্বার্থপর’ সিনেমাটি দেখার অপেক্ষায় আছি।”

যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি, তবু টলিপাড়ার গুঞ্জন থামছে না। অনেকে মনে করছেন, একই শহরে একই পরিচালকের সঙ্গে সাক্ষাৎ—হয়তো নতুন কোনো পরিকল্পনার ইঙ্গিত দিচ্ছে। যদি সত্যিই অনিরুদ্ধ রায় চৌধুরীর পরবর্তী সিনেমায় একসঙ্গে দেখা যায় চঞ্চল চৌধুরী ও তাসনিয়া ফারিণকে, তবে দুই বাংলার দর্শকদের জন্য নিঃসন্দেহে অপেক্ষা করছে বিশেষ চমক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT