1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
‘শিরদাঁড়া শক্ত করে বেঁচে থাকা, সাহস, শক্তি সবকিছুই ছিলেন আমার মা’ - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ১২:৪৫ অপরাহ্ন

‘শিরদাঁড়া শক্ত করে বেঁচে থাকা, সাহস, শক্তি সবকিছুই ছিলেন আমার মা’

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১২১ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক || জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী, অভিনেত্রী মেহের আফরোজ শাওন। গত ২৩ অক্টোবর মারা গেছেন তার মা ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সদস্য বেগম তহুরা আলী। মৃত্যুর এক সপ্তাহ পর প্রিয় মাকে নিয়ে স্মৃতিচারণ করলেন মেহের আফরোজ শাওন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) মায়ের সঙ্গে তোলা একটি ছবি শাওন তার ফেসবুকে পোস্ট করেছেন। এ ছবির ক্যাপশনে এই অভিনেত্রী লেখেন, “অক্টোবর ২৩ তারিখ সকাল ৬টা ১১ মিনিটে আম্মু চলে গেছেন। আজ সাত দিন হয়ে গেল। এখনো ঘুম ভাঙলে মনে হয়, হাসপাতালে গেলেই তো আম্মুকে দেখব!”

মা তহুরা ছিলেন শাওনের সব শক্তি। এ তথ্য উল্লেখ করে এই অভিনেত্রী লেখেন, “২০১২ সালের জুলাই মাসের পর থেকে আমার শিরদাঁড়া শক্ত করে বেঁচে থাকা, আমার সাহস, আমার শক্তি সবকিছুই ছিলেন আমার মা। আমার মধ্যে যদি বিন্দু পরিমাণ ভালো কিছু থাকে, সেটা তার আদর্শ, তার শিক্ষা। আর মন্দটুকু পুরোটাই আমার।”

কৃতজ্ঞতা প্রকাশ করে মেহের আফরোজ শাওন লেখেন, “আমার মায়ের জন‍্য যারা একবার হলেও শুভকামনা জানিয়েছেন, অসুস্থতার সময় দোয়া করেছেন তাদের প্রতি আমাদের পরিবারের গভীর কৃতজ্ঞতা। পরম করুণাময় আল্লাহ আমার মাকে অনন্ত শান্তি দান করুক। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা।”

নেটিজেনদের অনেকে মেহের আফরোজ শাওনের এ পোস্টে মন্তব্য করে তার মায়ের জন্য দোয়া করেছেন। নেটিজেন ছাড়াও শোবিজ অঙ্গনের কেউ কেউ মন্তব্য করেছেন। অভিনেতা চঞ্চল চৌধুরী লেখেন, “শান্তিতে ঘুমান।” আহসান হাবিব নাসিম লেখেন, “আত্মার শান্তি কামনা করি। শ্রদ্ধা, ভালোবাসা।” তাছাড়া অভিনেত্রী তানভীন সুইটিসহ অনেকে মন্তব্য করেছেন।

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান তহুরা আলী। তার বয়স হয়েছিল ৭২ বছর। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তহুরা আলী প্রথম দফায় সংসদ সদস্য (জামালপুর, শেরপুর) হিসেবে দায়িত্ব পালন করেন। দ্বিতীয় দফায় ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত সংসদ সদস্য (ফেনী) ছিলেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT