1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
কঙ্কনার সঙ্গে বিচ্ছেদ ও সম্পর্ক নিয়ে মুখ খুললেন রণবীর - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

কঙ্কনার সঙ্গে বিচ্ছেদ ও সম্পর্ক নিয়ে মুখ খুললেন রণবীর

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৩৯ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক || বলিউডের আলোচিত অভিনেত্রী কঙ্কনা সেন শর্মা। ভালোবেসে অভিনেতা রণবীর শোরের সঙ্গে ঘর বেঁধেছিলেন। এ সংসারে তাদের একটি পুত্রসন্তান রয়েছে। পাঁচ বছর আগে ভেঙে যায় তাদের সংসার। বিবাহবিচ্ছেদ, ডেটিং-জীবন ও প্যারেন্টিং নিয়ে মুম্বাই মিররকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেছেন এই অভিনেতা।

সংসার ভাঙার পরের সময় কারো জন্যই সুখকর সময় নয়। রণবীর শোরের ক্ষেত্রেও ব্যতিক্রম ছিল না। যার ফলে কঙ্কনার সঙ্গে আলাদা হওয়ার পর থেরাপির সাহায্য নিয়েছিলেন রণবীর শোরে; যা তার ব্যক্তিগত উন্নতির জন্য প্রয়োজন ছিল।

এ বিষয়ে রণবীর শোরে বলেন, “ডিভোর্সের পর একক বাবা হিসেবে আমার প্রয়োজনগুলো এখন ভিন্ন। আমি বিশ্বাস করি, আমাদের আলাদা হওয়ার সময়টি পুত্রের জন্য ঠিক ছিল। কারণ তখন তার (পুত্র হারুন) বয়স ছিল মাত্র চার এবং সে তুলনামূলকভাবে কম মানসিক আঘাত নিয়ে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পেরেছে।”

প্রাক্তন জীবনসঙ্গীর সঙ্গে সীমারেখা বজায় রাখার বিষয়ে রণবীর শোরে বলেন, “এতটা যোগাযোগ রাখা ঠিক নয়, যাতে আপনার বর্তমান সঙ্গীর অস্বস্তি হয়। আমি মোটেও তার পক্ষে নই। অবশ্যই, কারো সঙ্গে কখনো সম্পর্কে থাকলে, বিচ্ছেদের পর রাস্তায় দেখা হলে ‘হাই’ না বলে যাওয়া ঠিক নয়। কিন্তু হ্যাঁ, আমার মনে হয় না, এমনটা হওয়া উচিত যে প্রাক্তনও পরিবারের অংশ হয়ে থাকে।”

ডিভোর্সের পর ডেটিং অ্যাপ ব্যবহার করেছেন রণবীর শোরে। তা জানিয়ে তিনি বলেন, “হ্যাঁ, আমি ডেটিং অ্যাপ ব্যবহার করি। কার জন্য কেমন জীবনসঙ্গী প্রয়োজন, তা মানুষ ভেদে আলাদা। আমার ক্ষেত্রে, ডিভোর্স হওয়ার পর সিঙ্গেল বাবা হিসেবে প্রয়োজনগুলো ৩০ বছর বয়সি ব্যক্তির চেয়ে আলাদা।”

সিনেমার শুটিং সেটে রণবীর শোরের সঙ্গে কঙ্কনা সেন শর্মার প্রেমের সম্পর্কের সূচনা। ২০০৬ সালে ‘মিক্সড ডাবলস’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন তারা। এরপর চার বছর প্রেম করার পর ২০১০ সালে সম্পর্ক নিয়ে মুখ খুলেন কঙ্কনা-রণবীর। তারপর দ্রুত বাগদান সেরে বিয়েও করে নেন তারা। বিয়ের ৬ মাসের মধ্যে পুত্র সন্তানের জন্ম দেন কঙ্কনা। ২০১৫ সালে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন রণবীর-কঙ্কনা। ২০২০ সালে আইনিভাবে বিচ্ছেদ হয় তাদের।

প্রথম সংসার ভাঙার পর একা জীবনযাপন করে আসছিলেন কঙ্কনা সেন শর্মা। গত বছরের মাঝামাঝি সময়ে জানা যায়, নতুন করে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী। ভারতীয় অভিনেতা অমল পরশরের সঙ্গে প্রেম করছেন কঙ্কনা সেন শর্মা।

মজার বিষয় হলো, কঙ্কনা সেনের প্রাক্তন স্বামী রণবীর শোরে মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) এক মন্তব্যে কঙ্কনার নতুন প্রেমের সম্পর্কে জড়ানোর তথ্যটি নিশ্চিত করেন। পরবর্তীতে বহুবার একসঙ্গে দেখা গেছে কঙ্কনা-অমলকে। তবে রণবীর শোরে কার সঙ্গে সম্পর্কে রয়েছেন, সে বিষয়ে কিছু জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT