1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
প্রযোজক আমাকে কুপ্রস্তাব দিয়েছিল: পায়েল - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

প্রযোজক আমাকে কুপ্রস্তাব দিয়েছিল: পায়েল

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৩৮ বার দেখা হয়েছে
অভিনেত্রী পায়েল সরকার

বিনোদন ডেস্ক || টলিউডের জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার। ২০০৪ সালে ‘শুধু তুমি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি। এরপর কেটে গেছে দীর্ঘ সময়। গত দুই যুগের বেশি সময়ে টলিউডের প্রথম সারির প্রায় সব অভিনেতার সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন। চরিত্রের প্রয়োজনে নিজেকে ভেঙেছেন বহুবার।

দীর্ঘ ক্যারিয়ারে প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়েও পায়েলকে যেতে হয়েছে। এ অভিনেত্রী জানালেন, এক প্রযোজক তাকে কুপ্রস্তাব দিয়েছিল। ‘স্ট্রেট আপ উইথ শ্রী’ শিরোনামের পডকাস্টে অতিথি হিসেবে হাজির হয়ে এসব কথা বলেন পায়েল। পায়েল সরকার বলেন, “আমাদের ইন্ডাস্ট্রির একজন প্রযোজক আমার কাছে নির্দিষ্ট কিছু সুবিধা দাবি করেছিলেন।” এ কথা শুনেই সঞ্চালিকা পাল্টা প্রশ্ন করেন, “সেক্সুয়ায়ল সুবিধা?” রাখঢাক না রেখে পায়েল বলেন, “হ্যাঁ, অবশ্যই সেটা।”

এরপর পায়েল বলেন, “উনি সোশ্যাল মিডিয়ায় আমাকে নিয়ে খারাপ কথা লিখেছিলেন। আমার ছবিতে ক্রস দিয়ে ভুলভাল লিখছিলেন, বেসিক্যালি পুরো সাইকো হয়ে গিয়েছিলেন। তারপর আমি কামব্যাক করলাম। এরপর ‘প্রেম আমার’, ‘লে ছক্কা’ সিনেমায় অভিনয় করি। মনে আছে, এক বছরের ব্যবধানে দুটো সিনেমার শুটিং করেছিলাম।”

সমাজে এখনো মেয়েদের ‘না’ বলাটাকে সম্মান করতে পারে না পুরুষ। এ তথ্য স্মরণ করে আক্ষেপের স্বরে পায়েল বলেন, “একজন নারী কোথাও গিয়ে ‘না’ বলেছে, মানে সে কোথাও গিয়ে স্ট্যান্ড নিচ্ছে। আমাদের এখানে মেয়েদের ‘না’ বলাটাকে (রিফিউসাল) পুরুষরা ইগোতে নিয়ে নেয়, সেটা ইন্ডাস্ট্রির অন্দরের লোক হোক বা বাইরের।”

এক সময় নায়িকা পায়েলের ব্যক্তিগত জীবন নিয়ে ইন্ডাস্ট্রিতে চর্চা কম হয়নি। পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে জলঘোলা কম হয়নি। ‘বোঝে না সে বোঝে না’ সিনেমার পর সেই সম্পর্কের যবনিকাপাত হয়। এরপর গঙ্গায় অনেক জল বয়ে গিয়েছে। মিমি চক্রবর্তীর সঙ্গে প্রেমের পাট চুকিয়ে শুভশ্রীর সঙ্গে সংসার পেতেছেন রাজ। এদিকে, চল্লিশের গণ্ডি পেরিয়েও সিঙ্গেল পায়েল। এ নায়িকাকে শেষবার দেখা যায় ‘নজরবন্দী’ সিনেমায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT