1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
অভিনয় ছেড়ে ধর্মে মনোযোগী অভিনেত্রী - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

অভিনয় ছেড়ে ধর্মে মনোযোগী অভিনেত্রী

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৪৮ বার দেখা হয়েছে
অভিনেত্রী তুলসী

বিনোদন ডেস্ক || শোবিজ অঙ্গনের অনেক তারকাই ঝলমলে দুনিয়াকে বিদায় জানিয়ে ধর্মে মনোযোগী হয়েছেন। এ তালিকায় এবার যুক্ত হলেন ভারতের দক্ষিণী সিনেমার প্রবীণ অভিনেত্রী তুলসী। তামিল, তেলেগু ও কন্নড় চলচ্চিত্রে মমতাময়ী মায়ের চরিত্রে অভিনয়ের জন্য সুপরিচিত এই শিল্পী আনুষ্ঠানিকভাবে সিনেমা থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, দশকের পর দশক ধরে অসংখ্য গুরুত্বপূর্ণ সিনেমায় অভিনয় করেছেন অভিনেত্রী তুলসী। হঠাৎ ভক্তদের চমকে দিয়ে এ অভিনেত্রী ঘোষণা দিয়েছেন—সিনেমা ছেড়ে সাই বাবার সেবায় জীবন উৎসর্গ করতে চান।

৫৮ বছর বয়েসি তুলসী তার ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, “আগামী ৩১ ডিসেম্বর শিরডি দর্শনের মাধ্যমে আমি নিজেকে শুভ অবসর জানাচ্ছি। সাইনাথার সঙ্গে শান্তিতে আমার পথচলা চালিয়ে যাব। সাইরামের জীবন শিখতে সহযোগিতা করার জন্য সবাইকে ধন্যবাদ।” যদিও পরবর্তীতে এই পোস্ট মুছে ফেলেন এই অভিনেত্রী। কেন এটি মুছে ফেলেছেন, সে বিষয়ে কিছু জানাননি তুলসী।

তুলসীর চলচ্চিত্র ক্যারিয়ার নিঃসন্দেহে অনন্য। ১৯৬৭ সালে তেলেগু ভাষার ‘ভারিয়া’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে প্রথম পর্দায় পা রাখেন এই অভিনেত্রী। ১৯৭৩ সালে কে. বালাচন্দারের ক্ল্যাসিক ঘরানার ‘আরঙ্গগেট্রাম’ সিনেমার মাধ্যমে শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেন। এরপর ‘সীতামালক্ষ্মী’ (১৯৭৮), ‘শঙ্করাভরনম’ (১৯৭৯), ‘মুদ্দা মান্দারাম’ (১৯৮১)–এর মতো যুগান্তকারী সিনেমায় অভিনয় করেন তুলসী।

পরবর্তীতে স্নেহময়ী মায়ের চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন তুলসী। ভারতীয় সিনেমার বহু কিংবদন্তি অভিনয়শিল্পীর সঙ্গে পর্দা ভাগ করেছেন। এ তালিকায় রয়েছেন—কমল হাসান, রজনীকান্ত, মোহনলাল, চিরঞ্জীবী, বিজয় সেতুপতি, থালাপাতি বিজয় প্রমুখ। তার অভিনীত সম্প্রতি মুক্তিপ্রাপ্ত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে—‘মিস্টার পারফেক্ট’, ‘শ্রীমানথুড়ু’, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ‘মহানটি’, ‘ডিয়ার কমরেড’ প্রভৃতি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT