1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
বারাণসী: বাজেট ১৮০৩ কোটি টাকা, কে কত পারিশ্রমিক নিলেন? - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

বারাণসী: বাজেট ১৮০৩ কোটি টাকা, কে কত পারিশ্রমিক নিলেন?

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৩৬ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক || ভারতের সবচেয়ে বেশি পারিশ্রামিক নেওয়া পরিচালক এসএস রাজামৌলি। তার নির্মিত পরবর্তী সিনেমা ‘বারাণসী’। তেলেগু ভাষার এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করছেন—দক্ষিণী সিনেমার তারকা অভিনেতা মহেশ বাবু, পৃথ্বীরাজ সুকুমারান, বলিউড-হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। কয়েক দিন আগে মুক্তি পেয়েছে সিনেমাটির ৩ মিনিট ৩৭ সেকেন্ড দৈর্ঘ্যের টিজার। ভিজ্যুয়াল, সময়ের ব্যাপকতা ও আকাঙ্ক্ষা সম্পন্ন গল্প বলার স্টাইলে বুঁদ হয়ে আছেন দর্শকরা।

‘বারাণসী’ সিনেমার বাজেট
টাইম-ট্রাভেল ঘরানার ‘বারাণসী’ সিনেমার বাজেট ধরা হয়েছে ১ হাজার ৩০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৮০৩ কোটি টাকা); যা ইতিহাস তৈরি করেছে। এই অর্থের মধ্যে প্রিন্ট ও প্রচারের খরচ অন্তর্ভুক্ত নয়। কয়েকটি সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক লোকেশনগুলোতে শুটিং থাকায় বাজেট আরো বাড়তে পারে। বাজেটের বড় অংশই তারকাদের পারিশ্রমিক, বিশ্বব্যাপী শুটিং, উন্নত ভিএফএক্স এবং শীর্ষ প্রযুক্তিবিদদের পেছনে ব্যয় করা হচ্ছে। ভারতীয় চলচ্চিত্র শিল্পে নির্মিত সর্বাধিক ব্যয়বহুল সিনেমাগুলোর অন্যতম হতে যাচ্ছে ‘বারাণসী’।

তবে এই বাজেটকে ‘কম’ বলে মন্তব্য করেছেন ট্রেড সংশ্লিষ্টরা। বলিউড হাঙ্গামাকে একটি সূত্র বলেন, “এসএস রাজামৌলির বিশাল দৃষ্টিভঙ্গিকে পর্দায় রূপ দিতে ১৩০০ কোটি রুপি বাজেট তুলনামূলক কমই। যেখানে ‘এ৬’ এবং ‘রামায়ণ’ এর মতো চলচ্চিত্রগুলো ১৫০০-২০০০ কোটি রুপি বাজেটে তৈরি হচ্ছে, সেখানে এসএস রাজামৌলি আরো বড়সড় একটি সিনেমা বানাতে চলেছেন; যা অনেক কম বাজেটে।”

কে কত পারিশ্রমিক নিলেন?
মহেশ বাবু: ‘বারাণসী’ সিনেমার প্রধান চরিত্র রূপায়ন করছেন মহেশ বাবু। এ সিনেমার জন্য নির্ধারিত কোনো পারিশ্রমিক নেননি এই অভিনেতা। বরং সিনেমাটির ৪০ শতাংশ লভ্যাংশ নেবেন মহেশ বাবু।

প্রিয়াঙ্কা চোপড়া: বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া মহেশ বাবুর সহশিল্পী হিসেবে কাজ করছেন। এ সিনেমার জন্য ৩০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন এই হলিউড অভিনেত্রী। ভারতীয় অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী প্রিয়াঙ্কা।

পৃথ্বীরাজ সুকুমারান: ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা-নির্মাতা পৃথ্বীরাজ সুকুমারান। সাধারণত প্রতি সিনেমার জন্য এ অভিনেতা ৪-১০ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন। তবে ‘বারাণসী’ সিনেমার জন্য এই অভিনেতা ১০ কোটি রুপির বেশি পারিশ্রমিক নিয়েছেন।

এসএস রাজামৌলি: ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত পরিচালক এসএস রাজামৌলি। শুরুতে জানা যায়, এ সিনেমার জন্য রাজামৌলি পারিশ্রমিক নিয়েছেন ২০০ কোটি রুপি। কিন্তু এ সিনেমার জন্য কোনো পারিশ্রমিক নেননি তিনি। বরং সিনেমাটির লভ্যাংশের ৩০-৪০ শতাংশ নেবেন বর্ষীয়াণ এই পরিচালক।

‘বারাণসী’ সিনেমার মুক্তির তারিখ
‘ট্রিপল আর’ সিনেমা বিশ্বব্যাপী সাফল্যের পর, রাজামৌলি সৃষ্টিশীল ও বাণিজ্যিক দিক থেকে ‘বারাণসী’ সিনেমাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চান। সম্প্রতি সংগীত পরিচালক এমএম কীরাবাণি ইঙ্গিত দিয়েছেন, ২০২৭ সালের গ্রীষ্মে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হয়েছে।

তথ্যসূত্র: সিয়াসাত ডটকম, বলিউড হাঙ্গামা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT