1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
বিয়ে স্থগিত: স্মৃতির সঙ্গে প্রতারণার অভিযোগ, মুখ খুললেন গায়কের মা - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

বিয়ে স্থগিত: স্মৃতির সঙ্গে প্রতারণার অভিযোগ, মুখ খুললেন গায়কের মা

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৩৯ বার দেখা হয়েছে
পলাশ মুচ্ছাল ও স্মৃতি মান্ধানা

বিনোদন ডেস্ক || বলিউডের বিখ্যাত প্লেব্যাক গায়ক, সংগীত পরিচালক পলাশ মুচ্ছাল ও ভারতের নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানা। দীর্ঘ পাঁচ বছর চুটিয়ে প্রেম করার পর বিয়ের দিন চূড়ান্ত করেন এই যুগল। গত কয়েক দিন ধরে বিয়ের আনন্দে মেতেছিলেন তারা। রবিবার (২৩ নভেম্বর) সাঙ্গলির সামডোলের মান্ধানার ফার্ম হাউজে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু সেদিন দুপুরে হঠাৎ হার্ট অ্যাটাক হয় স্মৃতির বাবা শ্রীনীবাস মান্ধানার। পরে স্মৃতির ম্যানেজার তুহিন মিশ্রা জানান, স্মৃতি-পলাশের বিয়ে স্থগিত করা হয়েছে।

স্মৃতির বাবা অসুস্থ হওয়ার পর স্মৃতির হবু বর পলাশও মুচ্ছাল অসুস্থ হয়ে পড়েন। তাকেও হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেন এই গায়ক। এসব ঘটনার রেশ কাটার আগেই ইনস্টাগ্রামে এক নারীর সঙ্গে গায়ক পলাশের চ্যাটের (কথোপকথন) স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়, যা দ্রুত সময়ের মধ্যে ছড়িয়ে পড়ে। এ কথোপকথন থেকে জানা যায়, ওই নারীর নাম মেরি ডিকস্টা। তারপর নেটিজেনরা পলাশকে নিয়ে কটুক্তি শুরু করেন। ফিসফাস চলছে—একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়ানোর খবর সামনে আসার পর বিয়ে ভেঙে দিয়েছেন স্মৃতি।

প্রতারণার অভিযোগে নেট দুনিয়ায় জোর চর্চা চললেও মুখে কুলুপ এঁটেছেন গায়ক পলাশ। এ নিয়ে টুঁ-শব্দ করেননি তার হবু স্ত্রী স্মৃতি। তবে নীরবতা ভেঙেছেন গায়ক পলাশের মা অমিতা। হিন্দুস্তান টাইমসকে তিনি বলেন, “স্মৃতির বাবার সঙ্গে খুবই গভীর সম্পর্ক পলাশের। বলা যায়, স্মৃতির থেকেও তারা দু’জন বেশি ঘনিষ্ঠ। যখন তিনি অসুস্থ হলেন, তখন স্মৃতির আগে পলাশই সিদ্ধান্ত নেয় যে, স্মৃতির বাবা সুস্থ না হওয়া পর্যন্ত তারা বিয়ের আনুষ্ঠানিকতা করবে না।”

স্মৃতির বাবা অসুস্থ হওয়ার পর অনেক কেঁদেছেন পলাশ। এ তথ্য উল্লেখ করে অমিতা বলেন, “গায়েহলুদ হয়ে যাওয়ার পর আমরা তাকে বাইরে যেতে দিইনি। পলাশ অনেক কেঁদেছে। কাঁদতে কাঁদতে হঠাৎ তার শরীর খারাপ হয়ে যায়। তাকে চার ঘণ্টা হাসপাতালে রাখতে হয়। স্যালাইন দেওয়া হয়, ইসিজিসহ আরো বেশ কিছু পরীক্ষা করানো হয়। সবকিছু স্বাভাবিক আসে। কিন্তু চাপ অনেক বেশি।”

গুঞ্জন রয়েছে, একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়ানোর কারণে স্মৃতির সঙ্গে বিয়ে ভেঙে গেছে। এজন্য বিয়ে স্থগিত করা হয়েছে। তবে এসব গুঞ্জন উড়িয়ে পলাশের মা অমিতা বলেন, “হঠাৎ স্বাস্থ্যগত সমস্যার কারণে পলাশ ও স্মৃতি তাদের বিয়ে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। ঘটনাটি দুজনকেই মানসিকভাবে নাড়া দিয়েছে।”

পলাশকে মুম্বাই ফিরিয়ে নিয়ে গিছেন। তা জানিয়ে অমিতা বলেন, “আমরা পলাশকে মুম্বাইয়ে নিয়ে এসেছি। এখন সে ভালো আছে ও বিশ্রাম নিচ্ছে। তবে চাপ এখনো আছে। তার বোন পলকও সাঙ্গলি থেকে মুম্বাইয়ে ফিরছে।”

সর্বহিত হাসপাতাল ও ক্লিনিক্যাল রিসার্চ সেন্টারে ভর্তি ছিলেন স্মৃতির বাবা শ্রীনীবাস। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। শারীরিকভাবে সুস্থ রয়েছেন। তবে বিয়ের কোনো নতুন তারিখ স্মৃতির পরিবার থেকে জানানো হয়নি বলে ইন্ডিয়া টিভি এক প্রতিবেদনে জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT