1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
বেড়াতে গিয়ে বিদেশ বিভুঁইয়ে বিয়ে করলেন নায়িকা - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

বেড়াতে গিয়ে বিদেশ বিভুঁইয়ে বিয়ে করলেন নায়িকা

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৪৬ বার দেখা হয়েছে
বরের সঙ্গে তনুশ্রী চক্রবর্তী

বিনোদন ডেস্ক || প্রেম নিয়ে কখনো টুঁ-শব্দটি করেননি ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। বিয়ের প্রসঙ্গ সামনে এলে নানাভাবে তা এড়িয়ে গিয়েছেন ৪১ বছর বয়েসি এই অভিনেত্রী। এবার যুক্তরাষ্ট্রে বেড়াতে গিয়ে প্রিয় মানুষের গলায় মালা পরালেন তনুশ্রী। তার বরের নাম সুজিত বসু।

ভারতীয় একটি গণমাধ্যমে উচ্ছ্বসিত তনুশ্রী চক্রবর্তী বলেন, “সবটা স্বপ্নের মতো মনে হচ্ছে। এখনো ঘোর কাটেনি। বিশ্বাস হয়েও যেন হচ্ছে না! রাতারাতি ও সব ব্যবস্থা করে ফেলল।”

সুজিত বসু তনুশ্রীর অনেক দিনের পরিচিত। তবে তাদের ভালোবাসার বয়স মাত্র পাঁচ মাস। পাত্র সুজিত বসু আইটি ইঞ্জিনিয়ার। আটলান্টায় বসবাস করেন। গত ২৮ বছর ধরে যুক্তরাষ্ট্রপ্রবাসী। প্রেম অল্প দিনের হলেও সম্পর্ক গভীর। তনুশ্রীর ভাষায়—“ভালোবাসার বয়স কম হলে কী হবে, আমাদের প্রেম গভীর।”

প্রেম গভীর হওয়ায় এ জুটির সাতপাকে বাঁধা পড়ার ভাবনাচিন্তাও চলছিল। এরই মাঝে তনুশ্রী ঠিক করেন, হবু বরের সঙ্গে আরো একবার বিদেশ ঘুরে দেখবেন। সেই ভাবনা থেকেই মার্কিন মুলুকে পাড়ি জমান তনুশ্রী। তার ভাষায়, “হঠাৎ সুজিত বলল, ‘বিয়েটা সেরে ফেলি?” ফলে তনুশ্রীও ‘হ্যাঁ-না’ বলার আগেই আয়োজন সম্পন্ন করে ফেলেন সুজিত। তনুশ্রী বলেন, “রাতারাতি সব সেরে ফেলল। এমনকি বিয়ের লেহেঙ্গাও চলে এলো। সঙ্গে মানানসই গহনা। পুরোটাই যেন সিনেমার মতো।”

বরের সঙ্গে তনুশ্রী চক্রবর্তীর আনন্দঘন মুহূর্ত

ভিডিও কলে পরিবারের সবাইকে সাক্ষী রেখে বিয়ে করেন তনুশ্রী-সুজিত। আর এ দৃশ্য দেখে কেঁদে ফেলেন তনুশ্রীর মা। তবে কলকাতায় আরেক দফা বিয়ের আনুষ্ঠানিকতা হবে। এ বিষয়ে তনুশ্রী বলেন, “কলকাতাতেও আরো একপ্রস্ত বিয়ে হবে হিন্দু রীতিনীতি মেনে। আপাতত সে রকম ইচ্ছে আছে।”

ফ্লোরিডায় তারা আরো কয়েক দিন কাটাবেন। তারপর ঠিক করবেন, ভারতে কবে ফিরবেন। যদিও ফেরার টিকিট আগেই কাটা আছে তার। বিনোদন দুনিয়াকে বিদায় জানাবেন কি না? এমন প্রশ্ন রাখা হলে তনুশ্রী বলেন, “একেবারে তা না। কাজ বন্ধ করব না। সুজিত আমার সঙ্গে কলকাতায় ফিরে আসতে পারে।” যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নেবেন কি না জানতে চাইলে তনুশ্রী বলেন, “এটা বিবেচনাধীন, যেখানেই থাকব আমরা একসঙ্গে থাকব।”

বরের সঙ্গে তনুশ্রী চক্রবর্তীর আনন্দঘন মুহূর্ত

ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী ২০১০ সালে ‘বন্ধু এসো তুমি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। এরপর ‘খাদ’, ‘বুনো হাঁস’, ‘অভিশপ্ত নাইটি’, ‘কয়েকটি মেয়ের গল্প’, বেডরুম’-এর মতো অনেক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT